SCROLL

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Bardhaman Children's Fair বর্ধমানে শিশু মেলার উদ্বোধন ১৯ জানুয়ারি, এবারের আকর্ষণ হন্টেড হাউস, ডাইনোসর ও গোলক ধাঁধা


 

Bardhaman Children's Fair

বর্ধমানে শিশু মেলার উদ্বোধন ১৯ জানুয়ারি, এবারের আকর্ষণ হন্টেড হাউস, ডাইনোসর ও গোলক ধাঁধা

Bengal Times News, 17 January 2023

বেঙ্গল টাইমস নিউজ : বর্ধমান শিশু মেলা কমিটির উদ্যোগে ১৯ তম শিশু মেলা- ২০২৩ আগামী ১৯ জানুয়ারী থেকে ২৭শে জানুয়ারী অনুষ্ঠিত হবে আলমগঞ্জের কল্পতরু মাঠে। ১৭ জানুয়ারি আলমগঞ্জে চিলড্রেনস্ কালচারাল সেন্টারে শিশু মেলা নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। শিশু মেলা কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সাংবাদিক সম্মেলনে জানান, "হারিয়ে যাওয়া শৈশব" এই ভাবনাকে সামনে রেখে ১৯তম মেলার আয়োজন করা হচ্ছে। করোনার জন্য দু'বছর শিশু মেলা করা যায়নি। চিলড্রেনস্ কালচারাল সেন্টার এর পরিচালনায় এই মেলা হবে। নয় দিন ব্যাপী আয়োজিত মেলার অঙ্গ হিসাবে থাকছে বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বর্ধমানের গর্ব এই শিশু মেলা। 

এদিনের সাংবাদিক সম্মেলনে খোকন দাস ছাড়াও উপস্থিত ছিলেন শিশুমেলা কমিটি সম্পাদক সৌগত হালদার সহ স্বপন হাজরা, কাউন্সিলর ইন্তেখাব আলম, স্বীকৃতি হাজরা, নিমাই মজুমদার সহ মেলা কমিটির সদস্য মনীষ সিংহ প্রমুখ।

 মেলা কমিটির সভাপতি খোকন দাস জানান, ১৯শে জানুয়ারী বিকাল ৩ টায় মেলার উদ্বোধন হবে। তার আগে টাউন হল প্রাঙ্গণ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত একটি পদযাত্রা আয়োজিত হবে। এবছরে মেলার আকর্ষন হন্টেড হাউস, ডাইনোসর, গোলক ধাঁধা। প্রতিদিন সন্ধ্যায় থাকছে শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান। 

১৯শে জানুয়ারী সুরসঙ্গীত শিক্ষা নিকেতন, বাক্যবাগীশ, দীপশিখা সাংস্কৃতিক সংস্থা, নৃত্যাঞ্জলি, আঙ্গিকম, নুপুর নৃত্য সংস্থা, নাচময়ূরী, নৃত্যমনি, বর্নালী ঘোষ (লোক সঙ্গীত), পত্রলেখা ভট্টাচার্য (আবৃত্তি), অর্নব দে (সিন্থেসাইজার), অরন্যা নন্দী ও ঐন্দ্রি নন্দী (নৃত্য), রত্না সরকার, সরস্বতী রায়, আরুষ শীল (সঙ্গীত)

২০শে জানুয়ারী সঙ্গীত নিকেতন, ঝংকার সঙ্গীত শিক্ষা কেন্দ্র, চর্যাপদ, স্বপ্নের গ্রুপ মাউথ অর্গান,নৃত্যের তালে তালে, নৃত্যমঞ্জরী, সৃষ্টি ডান্স একাডেমি, স্বরবিতান সঙ্গীত শিক্ষায়তন, কোমল গান্ধার মিউজিক্যাল ট্রুপ, সৃজনী, ক্রিসপ্তক নৃত্য সংস্থা, ছন্দম, শ্রীনৃতাম, নিউ এরা ডান্স একাডেমি, এনি ওয়ান ক্যান ডান্স, তুষাণ ডান্স একাডেমি, নিক্কণ, সাগরিকা The Ocean of dance, তবলা তরঙ্গ, মুক্তাঙ্গন, সব্যসাচী কোনার (আবৃত্তি), লাবণ্য নন্দী (একক সঙ্গীত), ববিতা মোহন্ত (আবৃত্তি) Band Songnesha ।

২১শে জানুয়ারী প্রত্যাশা মিউজিক একাডেমি, চিত্রভানু, ঋতম, বর্ধমান নিবেদিতা কন্যা বিদ্যালয়, স্বয়ম্ভর, সিম্ফনি সঙ্গীতালয়, সতীশ খাঁ সঙ্গীত একাডেমি, কথা ডান্স ড্রিম একাডেমি, সুপ্রভা নৃত্য সংস্থা, স্বর্ণায়িকা, আবেশ আবৃত্তি সংস্থা, নুপুর নৃত্যালয় ডান্স একাডেমি, আয়না, শ্রুতিবাক, নটরাজ নৃত্যালয়, সুব্রতা কলামন্দির, মেঘদীপ ডান্স একাডেমি, আলমগীর মূকাভিনয়, শিখা সরকার (আবৃত্তি), মুখর সাংস্কৃতিক সংস্থা, শুভ্রশঙ্কর বসু (মাউথ অর্গান), তিতাস দাস (সঙ্গীত), স্বস্তিকা অধিকারী (সঙ্গীত) Band Charon.

২২শে জানুয়ারী গীত সঙ্গীত শিক্ষায়তন, প্রতিধ্বনি, রুট মার্শাল আর্ট একাডেমি, নৃত্যাভিরূপ, নবজাগরণ সেবাশ্রম সংঘ (রায়ান), কলাবতী মিউজিক একাডেমি, মনিকর্নিকা, জীবনতরী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, স্পন্দন নৃত্য কলাকেন্দ্র, বীণাপাণি ডান্স একাডেমি, প্রণবানন্দ নৃত্য কলাকেন্দ্র, মঞ্জীর নৃত্য কলাকেন্দ্র, নৃত্যপ্রাঙ্গন, যোগ নিকেতন, স্বরলিপি মিউজিক একাডেমি, ঘুঙুর নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান, নৃত্যবাসা প্রেরণা, নৃতমন্দীর, ভারত কলা মঞ্জুরী, শ্বেতা চট্টোপাধ্যায় (আবৃত্তি), সূর্যমুখী ব্যানার্জী ঘোষ (লোক সঙ্গীত) রোজী মুখার্জি

২৩শে জানুয়ারী কৃষ্ণা মিউজিক সেন্টার, উদয় শঙ্কর স্কুল অফ ডান্স, কাঁটা পুকুর চেতনা, শ্রুতিশ্রী, বি.পি.সি.সি. বিহান, ছন্দ ও আনন্দ, নৈতালিম, স্ফুরন, প্রতিভা কালচারাল সেন্টার, রিদম, মোহিনী নৃত্য কলা মন্দির, মণিপুরী নৃত্য কলাকেন্দ্র, অনুরাগ নৃত্য সংস্থা, শাওনী নৃত্যাঙ্গন, জাগরী ভট্টাচার্য (একক সঙ্গীত), হেমা পাল বর্ধন ( আবৃত্তি), সুজাতা হাজরা, নবজাগরণ মিউজিক একাডেমি, সোমা রায়, স্বরূপ মুখার্জী (মাউথ অর্গান) Band Unmad

২৪শে জানুয়ারী চিলড্রেন হোম ফর গালস, তপস্যা নৃত্যালয়, কবিতার পাঠশালা, রবিকিরণ, খোলা হাওয়া, চিত্রাঙ্কন (মিজাপুর), বর্ধমান কয়্যার, বর্ত্তিকা, নুপুর ডান্স একাডেমি (শম্পা ঘোষ), রী ছন্দ, তেজগঞ্জ চিলড্রেন্স ওয়েলফেয়ার, নটরাজ নৃত্য শিক্ষা কেন্দ্র, নৃত্যাঙ্গন ডান্স স্কুল (মৌসুমী চ্যাটার্জী), স্বপ্রভা, এস. আর. ট্রেনিং ইনস্টিটিউট, মোহিত মিউজিক একাডেমি, সঙ্গীতা বিশ্বাস (সঙ্গীত), শ্রাবণী গোস্বামী (একক সঙ্গীত), কৌশিক বৰ্মন (একক সঙ্গীত), সুচেতা পাঁজা (একক সঙ্গীত), সৌমিলি মুখার্জী (একক সঙ্গীত), সাহানা আফরোজ (আবৃত্তি), মল্লিকা (সমবেত সঙ্গীত) আজা নাচলে।

২৫শে জানুয়ারী অনুরণন, কথাতরী আবৃত্তি শিক্ষায়তন, বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, শ্রীক্ষেত্র,মৃদাঈম নৃত্যাঙ্গন, প্রতিদান নাট্য সংস্থা, মণিমালা নৃত্যালয়, দীপ ডান্স একাডেমি, মেঘবালিকা নৃত্য সংস্থা, নৃত্যাঙ্গন ডান্স একাডেমি (দিপীকা বোলের), দ্য মোস্ট অফ কিং একাডেমি, নৃত্যাঞ্জলি (জয়িতা দাস), আয়ুষ্মান ঘোষ ও তমোঘ্ন দে (সঙ্গীত), বৈভব পাল (মাউথ অর্গান), তানিয়া বেড়া (একক সঙ্গীত), বকুল ফুল সাংস্কৃতিক সংস্থা, উজা চৌধুরী (একক সঙ্গীত) মনামী মুখার্জী (সঙ্গীত), চিরঞ্জীব ঘোষ (আবৃত্তি), মনিদীপা মজুমদার।

২৬শে জানুয়ারি নব নৃত্যাঙ্গিনী কলা মন্দির, শ্রী নটরাজ নৃত্য শিক্ষা কেন্দ্র, মুদ্রা কলাক্ষেত্র, এইমস্ ডান্স & ক্রিয়েটিভ একাডেমি, গীত গোবিন্দ নৃত্য নিকেতন, যোগ মন্দির, রোজি স ক্রিয়েশন, সুবর্না বিশ্বাস, সোমনাথ দাস (মাউথ অর্গান),বানী, নৃত্যাঙ্গন ডান্স একাডেমি (সুচলিতা বিশ্বাস), অহংজিৎ বসু, ঘুঙুর কথা, সৌমিতা দে, কৃষ্ণা ঘোষ, বৈতালিক, নীলাঙ্কন কুণ্ডু, অর্পণ মুখার্জী (মাউথ অর্গান), পান্না ভট্টাচার্য, রুবি আজিম (আধুনিক গান), স্বপন হাজরা (আবৃত্তি) Band Shadow।

২৭শে জানুয়ারী পুরস্কার বিতরণী অনুষ্ঠান, চিলড্রেন্স কালচারাল সেন্টার (সঙ্গীত), চিলড্রেন্স কালচারাল সেন্টার (নৃত্য), চাইল্ড ওয়েলবিয়ীং কমিটি, Unplugged Yash Live ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad