PM Abas Yojona
আবাস যোজনায় লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বিজেপি'র মিছিল ও ডেপুটেশন
Bengal Times News, 14 January 2023
বেঙ্গল টাইমস নিউজ : প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের লাগামহীন দুর্নীতি ও তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে বিজেপি। দিকে দিকে মিছিল মিটিং আন্দোলনে নেমেছে বিজেপি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই বিজেপি তৃণমূল সরকারের নেতা নেত্রীদের নানান কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। পূর্ব বর্ধমান জেলার রায়না, জামালপুর, বর্ধমান ২, মেমারি ২, গলসি, আউসগ্রাম ১, ভাতাড় সহ বিভিন্ন ব্লকে প্রতিবাদে সোচ্চার হয়েছেন নেতা কর্মীরা। ১৩ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের শ্যামসুন্দরে বিশাল প্রতিবাদ মিছিল হয়। এদিন রায়না ১ ব্লকের বিডিও'র কাছে ডেপুটেশনও দিয়েছে বিজেপি। পূর্ব বর্ধমান সদর জেলার দুই সাধারণ সম্পাদক মানিক রায়, মৃত্যুঞ্জয় চন্দ্র সহ বলরাম ব্যাপারী এবং অন্যান্যরা।
জামালপুর ব্লক বিজেপির পক্ষ থেকে ১১ জানুয়ারি জামালপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে একটি ডেপুটেশন দেওয়া হয়। মিছিল করে এসে ব্লক অফিসে জমায়েত করেন তারা। উপস্থিত ছিলেন রাজ্য নেতা সন্তোষ রায়, পূর্ব বর্ধমান সদর জেলা সহ সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক মানিক রায় সহ জিতেন ডকাল, সুভাষ কোলে এবং অন্যান্য ব্লক নেতৃত্ব।
প্রতিবাদ আন্দোলনে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁরা দাবি করেন আবাস যোজনার যে তালিকা বের হয়েছে তাতে স্বজন পোষণ করা হয়েছে বলে তাঁরা মনে করেন। তাই সঠিক ব্যক্তিরা যাতে ঘর পায় সেই দাবি জানান বিজেপি নেতৃত্ব।