কেন্দ্রীয় বঞ্চনা ও জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের মিছিল ও প্রতিবাদ সভা
Bengal Times News, 12 January 2023
বেঙ্গল টাইমস নিউজ : কেন্দ্রীয় সরকারের বাংলা বঞ্চনার বিরুদ্ধে ও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়না ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, তৃণমূল কংগ্রেসের রায়না ২ ব্লকের সভাপতি অসীম পাল তৃণমূলের ব্লক যুব সভাপতি জুলফিকার আলি খান, তৃণমূল কংগ্রেসের আই টি সেলের সদস্য উজ্জ্বল আলি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
রায়না ২ ব্লকের আলমপুরে আয়োজিত এদিনের প্রতিবাদ মিছিল ও পথসভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।