Parliament House,Delhi
দিল্লীর সংসদ ভবনে নেতাজী নিয়ে বক্তব্য রেখে সংবাদ শিরোনামে বর্ধমানের সৃজা
Bengal Times News, 25 January 2023
বেঙ্গল টাইমস নিউজ : পূর্ব বর্ধমান জেলার বেলগ্রাম দিল্লী পাবলিক স্কুলের পড়ুয়া সৃজা দত্ত। ছোট থেকেই নেতাজী নিয়ে বিশেষ আগ্রহ সৃজার। নেতাজী সম্পর্কিত বই, বিভিন্ন ম্যাগাজিন পড়া এবং ডকুমেন্টরি দেখা ছিল ওর নেশা। সেই নেশা থেকেই মাস চারেক আগে নেতাজী নিয়ে একটি অনলাইন ক্যুইজে অংশ নেয় সৃজা। কেন্দ্রীয় সরকারের ‘মাই গভর্মেণ্ট’ সাইটে এই ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে এই পর্বে ৩০ জনকে নির্বাচিত করা হয়। তারপর শুরু হয় ভার্চুয়াল মিটিং, গ্রুমিং। এখান থেকে চূড়ান্ত পর্বের জন্য ১৫জনকে নির্বাচিত করা হয়, যারা ২৩ জানুয়ারী দিল্লীর সংসদ ভবনে নেতাজী নিয়ে বক্তব্য রাখার জন্য নির্বাচিত হয়। এই রাজ্য থেকে সৃজা ছাড়াও আরও ৩জন এই পর্বে নির্বাচিত হয়ে দিল্লী পাড়ি দিয়েছিল।
গলসির উড়োচটির বাসিন্দা অমরনাথ দত্ত এবং শ্রীলা দত্তের একমাত্র কন্যা সৃজা। গ্রামের বাসিন্দা হলেও তাঁরা বর্তমানে বর্ধমান শহরের তেলমারুইপাড়ায় থাকেন। সৃজার মা শ্রীলা দত্ত বলেন, রবিবার বাবা ও মেয়ে দিল্লী রওনা দেয়। নেতাজী জন্মদিনের সংসদ ভবনে মেয়ে তিন মিনিট নেতাজী নিয়ে বক্তব্য পেশ করে। তারপর তাঁদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ১৫ জন পড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এটা তাঁদের কাছে এক বড় পাওয়া বলে জানান সৃজার মা। মেয়ের এই প্রাপ্তি তার কাছেও এক বিরাট স্বপ্নপূরণ। আজকের জটিল এবং প্রতিযোগিতামূলক জীবনের চাপে নতুন প্রজন্ম যখন ইতিহাসবিমুখ হয়ে উঠছে, এটা যে সর্বাংশে সত্য নয় সেটাই প্রমাণ করলেন সৃজাসহ আরো তিন বঙ্গসন্তান।
উল্লেখ্য নেতাজি কন্যা অনিতা বসু পাফের বয়স যখন মাত্র চারমাস তখন তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়। দেশ মাতৃকার মুক্তির জন্য এই ত্যাগস্বীকার করতে হলেও নেতাজি শিশুদের খুব ভালবাসতেন। বিভিন্ন সময়ে তার প্রমাণ পাওয়া গেছে। নেতাজীর জন্মদিনে দেশ থেকে বাছাই করা পড়ুয়ারা তার জীবনকে ছুঁয়ে দেখল তাদের বক্তব্যে। তাদেরই একজন বর্ধমানের সৃজা।