Magic trick of Numerology
ছ' মিনিটে ষাটটি অঙ্ক কষার জাদুকরী কৌশল
Bengal Times News, 22 January 2023
বেঙ্গল টাইমস নিউজ : অঙ্ক মানেই অনেক ছাত্র-ছাত্রীর কাছে আতঙ্ক। পুরনো জেনারেশনের কাছে কে সি নাগের বই ছিল এক প্রহেলিকা। সেই তৈলাক্ত বাঁশের নাছোড় বাঁদর আর সেই বদখত চৌবাচ্চা নিয়ে নাকানিচোবানি খেতে হত। তবে গণিতজ্ঞরা বলেন অঙ্ককেও ভালবাসা যায়। আর্যভট্ট থেকে রামানুজম আমাদের ইতিহাসের অঙ্গ। পৃথিবীকে শূন্য চিনিয়েছিল এই ভারতের প্রাচীন সভ্যতা। এই জেনারেশনে আর একটা নতুন অভ্যাস অভিভাবকদের ব্যতিব্যস্ত করে রেখেছে। অ্যান্ড্রয়েড ফোনের নানা গেমস, অ্যাপ আর ভিডিওতে বুঁদ জেনারেশন নেক্সট। খুব প্রয়োজনের এই ডিভাইস থেকে পড়ায় মন ফেরানো সহজ কাজ নয়।
এই কাজটাই করছে একটি বেসরকারি সংস্থা। (ক্রশউইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেড )। ২২ জানুয়ারি বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে হল ভর্তি দর্শককে নিয়ে অনুষ্ঠিত হলো তাদের ইভেন্ট। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও হুগলি, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ মোট ১৪০০ জন উপস্থিত ছিলেন। নানা আকর্ষণের সাথে ছিল ম্যাজিক শো। মোবাইলের নেশা থেকে ছোটদের বাঁচাতে অঙ্কের ম্যাজিক আর ম্যাজিকের অঙ্ক শেখাচ্ছেন তাঁরা। ছ' মিনিটে ষাটটি অঙ্ক কষার জাদুকরী কৌশল শেখাচ্ছেন তাঁরা। তাদের ভাষায় ' এ এক ম্যাজিশিয়ান। তাঁর নাম অ্যাবাকাস। তিনি চোখ বুজে বড় বড় অঙ্ক চোখের নিমেষে করে দিতে পারেন। এবার তিনিই এগিয়ে এলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের মোবাইলের নেশা থেকে বাঁচাতে। ভাল ফল পাওয়া গেছে। মোবাইল ছেড়ে তারা অঙ্ক করছে। পুরো ম্যাজিক।' এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রশউইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেড এর জেনারেল ম্যানেজার ডঃ রাজ কুমার দে এবং বর্ধমান এডুকেশন প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর চিন্ময় সিংহরায়, ক্রশউইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেড এর এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার সুমন নন্দী সহ অন্যান্যরা।
ক্রশউইন্ড এডুকেশন প্রাইভেট লিমিটেড এর জেনারেল ম্যানেজার ডঃ রাজ কুমার দে এবং বর্ধমান এডুকেশন প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর চিন্ময় সিংহরায় জানান, তাদের মূল ফোকাস গ্রামের দিকে শিক্ষার আলো আরো বেশি করে পৌঁছে দেওয়া। তারা চান প্রত্যন্ত এলাকাকেও ছুঁয়ে যেতে। গোটা বাংলাজুড়েই তাদের সেন্টার রয়েছে'। মোবাইলের প্রতি শিশুমনের যে অ্যাডিকশন তার মোড় ঘুরিয়ে অঙ্কের প্রতি ডেডিকেশন নিয়ে আসা সম্ভব, সেটাও করে দেখাতে চান তাঁরা।