জনদরদি চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামীর পূর্ণাবয়ব মূর্তি স্থাপন
Bengal Times News, 21 January 2023
বেঙ্গল টাইমস নিউজ : 'গরিবের ডাক্তার' হিসাবে পরিচিত প্রয়াত ডাঃ গৌরাঙ্গ গোস্বামীর পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা হলো। ১৯ জানুয়ারি ডাঃ গৌরাঙ্গ গোস্বামী স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে কালনা শহরের ফটকদ্বারে নিজের বাড়ির সামনে তাঁর একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়। আবরণ উন্মোচন করেন বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী এবং পিপলস রিলিফ কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ফুয়াদ হালিম। ডাঃ গৌরাঙ্গ গোস্বামী সকলের কাছে ছিলেন গরিবের বন্ধু। পাঁচ টাকায় ধনী-দরিদ্র সকলকে চিকিৎসা করতেন। কারও ওষুধ কেনার টাকা না থাকলে নিজের পকেট থেকে অর্থ সাহায্য করতেন। যখনই তাঁকে মানুষ ডাকতেন তিনি হাজির হতেন। জনদরদি, কালনার মানুষের আপনজনের মূর্তির আবরণ উন্মোচনে সকলেই খুশি।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনা কেড়ে নেয় জনদরদী এই চিকিৎসকের প্রাণ।
চলতি মাসের ১৯ তারিখ ডাঃ গৌরাঙ্গ গোস্বামীর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অঞ্জু কর, প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক, প্রয়াত ডাঃ গোস্বামীর স্ত্রী মালবিকা গোস্বামী ও পুত্র আনন্দরূপ গোস্বামী, ডাঃ তপনজ্যোতি ব্যানার্জী প্রমুখ। অনুষ্ঠানে ডাঃ গোস্বামী সম্পর্কে স্মৃতিচারণা করেন ডাঃ ফুয়াদ হালিম ও অরিন্দম কোঙার।
এর আগেও অনেক খবরের শিরোনামে নিয়ে এসেছিলেন যতটা দেখেছি তাতে করে ইনি খুব প্রচার বিমুখ ছিলেন।
উত্তরমুছুন