Chief Minister Birthday Celebration
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন পালন
Bengal Times News, 5 January 2023
অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন আজ। তাঁর অগণিত ভক্ত এবং দলীয় কর্মীরা মহাসমারোহে তাঁর জন্ম দিবস পালন করলেন। পূর্ব বর্ধমানের জামালপুরেও সেই চিত্র ধরা পড়লো। জামালপুর ব্লকেও বিভিন্ন জায়গায় মহাসমারোহে পালন করা হলো তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবস। সকালেই জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জমায়েত হয় ব্লক ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। সেখানে তাদের নিয়ে ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, আই এন টি টি ইউ সি'র ব্লক সভাপতি তাবারক আলি মন্ডল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক এদের সঙ্গে কেক কাটেন ব্লক সভাপতি মেহেমুদ খান। সঙ্গে নেন বিশেষ চাহিদা সম্পন্ন এক ছাত্র শুভম দাসকে। সেই দিদির জন্মদিনের কেকটি কাটে। এই শুভম দাস রাজ্যের মুখ্যমন্ত্রী কে জন্মদিনের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে তাঁকে ধন্যবাদ জানায় ওকে যাতায়াতের জন্য একটি ট্রাই সাইকেল দেওয়ার জন্য। সেই সাইকেল জামালপুর পঞ্চায়েত সমিতি তুলে দিয়েছে। কেক কাটার মধ্য দিয়ে ব্লক সভাপতি মেহেমুদ খান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক দিদির সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করেন।
জোতশ্রীরাম অঞ্চলে অমরপুরে দিদির জন্মদিন উপলক্ষে জোতশ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কেক কেটে ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যমে জন্মদিন পালন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতি সভাপতি ভূতনাথ মালিক, আইএনটিটিইউসির সভাপতি তাবারাক আলি মন্ডল, বিশিষ্ট সমাজসেবী ডাঃ প্রতাপ রক্ষিত ও স্থানীয় নেতা রফিকুল ইসলাম ওরফে মিন্টু।
অপরদিকে দিদির জন্মদিন কে একটু অন্যভাবে পালন করলেন জামালপুর এক পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল। ওরফে পাঞ্জাব। তিনি আজ এলাকার সদ্যোজাত শিশুদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রী শিশুদের জন্য জনসন তেল সাবান পাউডার এসব তুলে দেন এবং মায়েদের জন্য শীতবস্ত্র। তিনি বলেন দিদির আদর্শেই তিনি এই কাজ করছেন। এরপরে এলাকার কচিকাঁচাদের নিয়ে তিনি জন্মদিনের কেক কেটে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রাজ্যের মুখ্যমন্ত্রীর তথা দলনেত্রীর জন্মদিন কে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে ব্লক সভাপতি মেহেমুদ খান বিকেলের দিকে নিজে রাস্তায় বেরিয়ে প্রচন্ড শীতে কষ্ট পাওয়া অসহায় মানুষদের গায়ে দিলেন উষ্ণ পরশ।