বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির নামে গণ এফআইআর করার ডাক দিলেন সৌমিত্র খাঁ
বেঙ্গল টাইমস নিউজ : বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির নামে গণ এফআইআর করার ডাক দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ৩ জানুয়ারি গলসি ২ বিডিও অফিসে আবাস যোজনার বাড়ি নিয়ে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির। উল্লেখ্য সদ্য প্রকাশিত আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় পূর্ব বর্ধমান জেলায় একমাত্র গলসি ২ ব্লকের কোন উপভোক্তার নাম নেই। আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে এদিন বিজেপি গলসি বাজারে জমায়েত হয়ে মিছিল করে ডেপুটেশন দিতে আসে। মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পা মেলান সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি 'র বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এটা নিয়েই বেশি সরব হয় বিজেপি নেতৃত্ব। বিজেপি সাংসদ ব্লক অফিসের ডেপুটেশন দেবার পর বলেন গলসি ২ ব্লকের বিডিও অপদার্থ। তিনি উলঙ্গ বিডিও বলেও কটাক্ষ করেন। তিনি ডেপুটেশন মঞ্চ থেকে প্রশ্ন তোলেন, যেখানে গোটা দেশে কেন্দ্রীয় সরকার আবাস প্লাস যোজনায় মানুষের বাড়ির ব্যবস্থা করছে সেখানে গলসি ২ ব্লকের কোন মানুষ কেন বাড়ি পাবে না? এটা বিডিও'র এবং স্থানীয় তৃণমূল নেতাদের অপদার্থতা ছাড়া আর কিছু নয়।। এই অযোগ্য মানুষদের জন্যই গলসি ২ ব্লকের সাতটি পঞ্চায়েতের গরিব মানুষ বঞ্চিত হয়েছেন।