শ্রীরামপুর বটতলা হকার্স ওয়েলফেয়ার সোসাইটি’র সহায়তায় বর্ধমানে বস্ত্র বিতরণ
বেঙ্গল টাইমস নিউজ : বর্ধমানের কাঞ্চননগর, ইদিলপুর ও মানায় শুক্রবার এক অনাড়ম্বর বস্ত্রদান অনুষ্ঠান আয়োজিত হল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউ আই টি'র অধ্যক্ষ প্রফেসর অভিজিৎ মিত্রর উদ্যোগে হুগলী জেলার ‘শ্রীরামপুর বটতলা হকার্স ওয়েলফেয়ার সোসাইটি’র সম্পাদক জয়দেব দাস, বাসুদেব ভড়, শ্রীকান্ত দাস এবং অন্যান্য সদস্য-সদস্যারা নতুন ও অল্প ব্যবহৃত জামাকাপড়ের এক বিপুল সম্ভার নিয়ে এদিন বর্ধমানে হাজির হয়েছিলেন। তাতে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক ও মহিলাদের জন্য সব রকমের জামাকাপড় ও শীতবস্ত্র রাখা ছিল। এখানে আসার পর এই বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের একত্রিত করা ও জামাকাপড় বিতরনের কাজে তাদের সবরকমের সাহায্য করেন ২৪ নং ওয়ার্ডের সমাজসেবী বুবাই ও পাপাই।
এই বস্ত্রবিতরন কাঞ্চননগরের তরুন উদয় সংঘ থেকে শুরু করে ইদিলপুর ক্লাব, ইদিলপুর ঘাট ও মানা হয়ে উদয়পল্লী হাইস্কুলের পাশের বস্তিতে এসে শেষ হয়। মোট প্রায় ৫০০ জন বাচ্চা ও বয়স্কদের বস্ত্রদান করা হয়। অনাড়ম্বর এই অনুষ্ঠানের শেষে জয়দেব দাস বলেন, প্রতি বছর তারা প্রফেসর অভিজিৎ মিত্র'র ডাকে সাড়া দিয়ে বর্ধমানের বিভিন্ন অংশে এসে শীতকালে বস্ত্র বিতরণ করে থাকেন। কিন্তু এবারে মানুষের থেকে এত সুন্দর সাড়া পেয়ে তারা অভিভূত। ভবিষ্যতে আবারও তারা বর্ধমানে আসবেন এইরকম কল্যানমূলক কাজে। বুবাই ও পাপাই জানান, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের তরফে তারা আগেও দুস্থদের বস্ত্রদান করেছেন, আজ এই কাজে জড়িত থাকতে পেরে তারা গর্ববোধ করছেন এবং ভবিষ্যতেও তারা এভাবেই ২৪ নং ওয়ার্ডের মানুষের পাশে থাকবেন। প্রফেসর মিত্র বলেন, যে এই রকম সমাজকল্যান মূলক কাজ সারা বছর চলুক এবং দুস্থ মানুষের মুখে হাসি ফুটে উঠুক। নতুন বছর সবার শুভ হয়ে উঠুক। তিনি মানুষের প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য ধন্যবাদ জানান শ্রীরামপুর বটতলা হকার্স ওয়েলফেয়ার সোসাইটি ও ২৪ নং ওয়ার্ডের সমস্ত সহযোগি সদস্যকে।