TMC Win
বিধানসভা নির্বাচনের আগেই সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরাট জয়
Bengal Times News, 7 January 2026
অতনু হাজরা, জামালপুর : বিধানসভা ভোটের আগে আবার বড়সড় সাফল্য পেলো তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের জামালপুরে জারোগ্রাম অঞ্চলে আঁটপাড়া সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত সময় ছিল মনোনয়ন জমা দেবার। নির্দিষ্ট সময়ে দেখা যায় ৩৪ টি আসনে অন্য কোনো বিরোধী দল নমিনেশন ফাইল করতে পারে নি।
সকল ১০ টায় তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলা পরিষদের সদস্য শোভা দে, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি ওই অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, প্রধান নূরজাহান বিবি সাহানা সহ সকল অঞ্চল সভাপতি, প্রধান, উপ প্রধান সহ স্থানীয় নেতৃত্বরা। তাঁর নেতৃত্বেই প্রার্থীরা নমিনেশন জমা করেন। পরে সেখানে উপস্থিত হন বিধায়ক অলক কুমার মাঝি। দুপুর দুটোর পর যেহেতু অন্য কোনো দল নমিনেশন জমা দিতে আসেনি তাই তৃণমূল কংগ্রেসের ৩৪ জন সদস্যকে জয়ী ঘোষণা করে। এরফলে ওখানে থাকা স্থানীয় কর্মী সমর্থকরা আনন্দে ফেটে পড়ে। সদ্য বিজয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন।
প্রসঙ্গত এর আগে যে সমবায় নির্বাচন হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। মেহেমুদ খাঁন বলেন রাজ্যে যে উন্নয়ন চলছে তাতেই যে মানুষ আস্থা রাখছেন সেটা প্রমাণিত হয়ে গেলো। বিরোধীরা কেউ প্রার্থী দিয়ে নমিনেশন জমা করতে পারলো না। দীর্ঘদিন সমবায় নির্বাচন হয়নি সেই জায়গায় নতুন এই বোর্ড গঠন হবে এবং এই বোর্ড চাষীদের উন্নয়নে কাজ করে যাবে। আর এই উন্নয়নের ধারা বজায় রেখে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোট জয় লাভ করবেন। অঞ্চল সভাপতি যিনি নিজে এই সমবায় নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি বলেন এই জয় মা মাটি মানুষের জয়। নতুন যে বোর্ড গঠন হবে তা চাষীদের স্বার্থে কাজ করে যাবে। এর সঙ্গে তিনি বলেন জামালপুর ব্লকে বিরোধীদের কী অবস্থা সেটা আজকের এই ফলাফল দেখেই বোঝা যাচ্ছে।



