CM Birthday মহাসমারোহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন
Bengal Times News, 5 January 2026
অতনু হাজরা, জামালপুর : মহাসমারোহে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন হলো সারা রাজ্য জুড়ে। পূর্ব বর্ধমানের জামালপুরে জারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিনের নেতৃত্বে দলীয় পতাকা তুলে মুখ্যমন্ত্রীর ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়। প্রধান নূরজাহান বিবি সহ অঞ্চলের সব নেতৃত্ব উপস্থিত ছিলেন দিদির জন্মদিন পালনে।
অন্যদিকে একটু ব্যতিক্রমী দিদির জন্মদিন পালন করলেন জেলার যুব নেতা তথা জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। দিদির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তিনি এই প্রবল শীতে ২০ জন নবজাতক শিশুকে শীতের আরামদায়ক বিছানা ও মশারী তুলে দেন। তার সাথে থাকে শীতবস্ত্র ও মিষ্টির প্যাকেট। এরই সাথে ওই পরিবারগুলির হাতে তুলে দেন রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের পাঁচালী। তাঁর এই ব্যতিক্রমী ভূমিকাতে খুশি ওই পরিবারগুলি।


