Paray Sanglap পাড়ায় সংলাপ কর্মসূচীতে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের প্রচার ও জনসংযোগে তৃণমূলের জনপ্রতিনিধিরা
Bengal Times News, 11 January 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানে পাড়ায় সংলাপ কর্মসূচী চলছে জোরকদমে। জনপ্রতিনিধিরা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের প্রচারে দুয়ারে দুয়ারে ঘুরছেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন। মানুষের অভাব অভিযোগও শুনছেন। আজ জামালপুরে পারাতল ১, জৌগ্রাম ও চকদিঘী অঞ্চলে জনসংযোগ করেন জনপ্রতিনিধিরা। পাড়াতল ১ অঞ্চলে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। সঙ্গে ছিলেন শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলা পরিষদের সদস্য শোভা দে, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক,অঞ্চল সভাপতি মৃণাল কান্তি ঘোষ, কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা সহ স্থানীয় নেতৃত্বরা।
প্রথমেই তাঁরা স্থানীয় মনসা বাড়িতে দেবী মায়ের পুজো দেন। পরে পর্বতপুর মোড়ে ছোট্ট করে পথসভার মত করে জনসংযোগ করেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষদের কাছে তুলে ধরে উন্নয়নের পাঁচালী বই তুলে দেন।
দূরে কর্মীদের সাথে মধ্যাহ্ন ভোজন সেরে বিকালে আবার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন। জৌগ্রাম অঞ্চলে আজ ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি। সঙ্গে ছিলেন এস টি সেলের জেলা সভাপতি তারক টুডু, প্রধান মল্লিকা মন্ডল, অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা। ইলসরা গ্রামে জাহের থানে পুজো দিয়ে সেখানেও বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। মানুষের হাতে উন্নয়নের পাঁচালীর বই তুলে দেন। দুপুরে কর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজন সারেন তাঁরা। চকদীঘি অঞ্চলে আজ উপস্থিত হন সহ সভাপতি ভূতনাথ মালিক। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, কর্মাধ্যক্ষ জয়দেব দাস, অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান অসীমা বাগ সহ অন্যান্যরা।
রঙ্কিনী মাতার পুজো দিয়ে তারপর তাঁরা জনসংযোগ কর্মসূচী শুরু করেন । তাঁরাও বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। সেখানেই কর্মীদের নিয়ে মধ্যাহ্ন ভোজন সারেন। এই ভাবে প্রতিদিন দলীয় নির্দেশে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন ব্লকের নেতৃত্ব।




