Medical services at your doorstep
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় চিকিৎসা পরিষেবা এখন দোরগোড়ায়
Bengal Times News, 11 December 2025
অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার গাড়ি দেওয়া হয়েছে। সেই গাড়িতে যেমন থাকবেন ডাক্তারবাবুরা তেমনি থাকবে নানা রক্ত পরীক্ষা, ইসিজি সহ নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। জামালপুর ব্লকে স্বাস্থ্য পরিষেবার জন্য যে চলমান গাড়ি দেওয়া হয়েছে ১১ ডিসেম্বর তার উদ্বোধন করা হয় জামালপুরে পাঁচড়া অঞ্চলে কিষানমান্ডির সন্নিকটে।
উপস্থিত বিধায়ক ছিলেন অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস, পাঁচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বিকাশ পাকড়ে, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা।
ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, পূর্ব বর্ধমান জেলা ১৪ টি গাড়ি পেয়েছে তারমধ্যে জামালপুর যেহেতু বড় ব্লক তাই জামালপুরে ১ টি এই ভ্রাম্যমাণ চিকিৎসার গাড়ি দেওয়া হয়েছে। প্রতিটি পঞ্চায়েতে এই গাড়ি নিয়ে ক্যাম্প করার নির্দেশ আছে। তিনি বলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন উপ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যে চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছেন সেটা চালু থাকবে। তার সঙ্গে যে সমস্ত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসতে পারছেন না তাঁদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পঞ্চায়েত এলাকাতেই ক্যাম্প করা হবে। বিডিও সাহেব ও স্থানীয় পঞ্চায়েতের সাথে কথা বলে তাঁরা ক্যাম্প করার সিদ্ধান্ত নেবেন। তিনি আরো বলেন আজকে মসাগ্রাম অঞ্চলে ক্যাম্প করে শুরু করা হলো এই পরিষেবার। এই চলমান গাড়িতে একজন ডাক্তার বাবু থাকবেন, থাকবেন একজন অপটিমিস্ট, প্যাথোলজিস্ট, আশা কর্মীরা থাকবেন। এখানে ওষুধ দেবারও ব্যবস্থা থাকবে। বিডিও পার্থ সারথী দে বলেন, তাঁর ব্লকে একটি ভ্রাম্যমাণ চিকিৎসার গাড়ি পাওয়া গেছে। প্রত্যন্ত গ্রামের যে এলকাগুলি থেকে মানুষ ঠিক ভাবে স্বাস্থ্য পরিষেবার নিতে আসতে পারে না সেই অঞ্চল গুলিকে প্রাধান্য দেওয়া হবে। বিধায়ক অলক কুমার মাঝি বলেন, রাজ্যের মূখ্যমন্ত্রী যেমন বলেছিলেন সেই অনুযায়ী এই ভ্রাম্যমাণ চিকিৎসার যানের ব্যবস্থা করেছেন। তাঁর বিধানসভা এলাকায় একটি গাড়ি পাওয়া গেছে। রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকের প্রতিটি অঞ্চলের মানুষ এর থেকে পরিষেবা পাবেন।
মেহেমুদ খাঁন জামালপুর ব্লককে একটি এই ধরনের চিকিৎসার প্রয়োজনে ভ্রাম্যমাণ গাড়ি দেবার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শত কোটি প্রণাম জানান। তিনি বলেন ভারতের বুকে সম্ভবত এই প্রথম এরকম স্বাস্থ্য পরিষেবা চালু হলো। এতে জামালপুর ব্লকের মানুষ ভীষণ ভাবে উপকৃত হবে। একদিকে যেমন প্রত্যন্ত গ্রামের মানুষ যাঁরা স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা নিতে আসতে পারছেন না তাঁরা যেমন পরিষেবা পাবেন তেমনি এই ভ্রাম্যমাণ গাড়িতে যে বিভিন্ন টেস্টের ব্যবস্থা থাকবে, ইসিজির ব্যবস্থা থাকবে সেই পরিষেবাও বিনামূল্যে পাবেন মানুষরা। চোখ দেখাবার ব্যবস্থাও থাকছে এই গাড়িতে। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই চলমান স্বাস্থ্য যান একদিকে রাজ্যের আপামর সাধারণ মানুষ যেমন বিনা মূল্যে চিকিৎসার সুযোগ পাবেন তেমনি আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।




