জামালপুর মহাবিদ্যালয়ে আই পি সি আর আয়োজিত জাতীয় সেমিনারে ৪০ টি গবেষণা পত্র উপস্থাপিত
Bengal Times News, 20 December 2025
অতনু হাজরা, জামালপুর : জামালপুর মহাবিদ্যালয়ে সফল ভাবে সম্পন্ন হলো ভারতীয় দর্শন গবেষণা পরিষদ আয়োজিত একটি জাতীয় স্তরের সেমিনার। সম্প্রতি দুই দিন ব্যাপী এই সেমিনারে রাজ্যের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটি ছাড়াও রাজ্যের বাইরে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেন। এই সেমিনারটি করতে যিনি সাহায্য করেন তিনি হলেন গুরু ঘাসীদাস বিশ্ববিদ্যালয় ছত্তিশগড় অধ্যাপক প্রবীণ কুমার মিশ্র।
সেমিনারের কনভেনর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জামালপুর মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা জয়িতা মুখার্জী ও অধ্যাপিকা দেবব্রতি মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট অফিসার ও ইন্সপেক্টর অফ কলেজেস ডঃ ইন্দ্রজিৎ রায়, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন অধ্যক্ষ ড স্বপন কুমার পান। সেমিনারে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা প্রভৃতি রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদরা অংশ নিয়েছিলেন।
৪০ টি গবেষণা পত্র উপস্থাপিত হয় এই সেমিনারে। এছাড়াও সেমিনারে বিভিন্ন সময়ে সভাপতিত্ব করেন ডঃ ভীমচন্দ্র মন্ডল, ডঃ দেবাশীষ মুখোপাধ্যায়, ডঃ দেবাশীষ বিট, ডঃ ভরত মালাকার, ডঃ ওম শঙ্কর দুবে, ডঃ গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায়, ডঃ মহামায়া লাহা মুখার্জী, ডঃ অমৃতা দাম সহ অন্যান্যরা। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ঋষিকান্ত পান্ডে, রুয়াভেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পতিত পাবন দাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রলয়ঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। জামালপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় ভারতীয় দর্শন গবেষণা পরিষদ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁদের কলেজকে এই সুযোগ করে দেবার জন্য। তিনি বিভাগীয় প্রধান ডঃ জয়ীতা মুখার্জী'কেও ধন্যবাদ জানান।



