Traditional Laxmi Puja
কুলচন্ডার বনেদি পরিবারে ৭৩ বছরের কোজাগরী লক্ষ্মী পূজায় ভক্তি, ঐতিহ্য ও আনন্দের মেলবন্ধন
Bengal Times News, 5 October 2025
বেঙ্গল টাইমস নিউজ : পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের কুলচন্ডা গ্রাম যেন প্রতিবছর কোজাগরীর পূর্ণিমা রাতে এক বিশেষ আধ্যাত্মিক আবহে ভরে ওঠে। এই গ্রামেই প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে এক গর্বিত পারিবারিক ঐতিহ্য— কোঁয়ার পরিবারের কোজাগরী লক্ষ্মী পূজা। টানা ৭৩ বছর ধরে এই বনেদি পরিবারের আয়োজনে ভক্তিভরে অনুষ্ঠিত হয়ে আসছে দেবী লক্ষ্মীর আরাধনা, যা আজও সমান জাঁকজমক ও মর্যাদার সঙ্গে পালিত হয়।
কোঁয়ার পরিবারের তিন ভাই— ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে— প্রতি বছর নিষ্ঠা ও আনন্দের সঙ্গে এই পুজোর আয়োজন করে থাকেন। পরিবারের সদস্য মধু সূদন কোঁয়ার মহাশয় জানান, “আমাদের পারিবারিক পুজো কোজাগরী লক্ষ্মীদেবীর সঙ্গে যুগলভাবে বাবা নারায়ণ দেবের পূজাও অনুষ্ঠিত হয়। এটি আমাদের পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত এক অমূল্য পারিবারিক উত্তরাধিকার।”
যদিও এটি মূলত পারিবারিক পূজা তবুও এই পুজোকে কেন্দ্র করে সমগ্র গ্রামের মানুষ একত্রিত হন এক উৎসবের মেলবন্ধনে। ধূপ-দীপ, মন্ত্রোচ্চারণ ও আলোয় মুখরিত হয়ে ওঠে কোঁয়ার পরিবারের আঙিনা।
প্রতিমা নিরঞ্জনের দিন রাতে অনুষ্ঠিত হয় মায়ের ভোগ ও প্রসাদ বিতরণ, যেখানে গ্রামের মানুষজন অংশ নেন একাত্মতার আবহে।
প্রজন্মের পর প্রজন্ম ধরে কুলচন্ডার কোঁয়ার পরিবার আজও এই পুজোকে কেবল ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই নয় বরং ভক্তি, ঐতিহ্য ও সামাজিক মিলনের এক জীবন্ত প্রতীক হিসেবে ধরে রেখেছেন।