Cyclothon
রাজ্যের সবথেকে বড় সাইক্লোথন হতে চলেছে কলকাতায়
Bengal Times News, 27 October 2025
বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : আগামী ৯ই নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে রাজ্যের সবথেকে বড় সাইক্লোথন। এই অনুষ্ঠান আয়োজন করছে লোহা ফাউন্ডেশন, সঙ্গে আছে কোল ইন্ডিয়া ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর অধিনস্ত স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া ও ফিট ইন্ডিয়া মুভমেন্ট।
এই সাইক্লোথনের মূল উদ্দেশ্য হলো শারীরিক সক্ষমতা বাড়ানো ঈ পরিবেশবান্ধব পরিবহণের প্রচার ও সচেতনতা গড়ে তোলা। এবারের স্লোগান “রাইড ফর চেঞ্জ, রাইড ফর কলকাতা।” কয়েক হাজার ছাত্রছাত্রী, চাকুরিজীবী ও সাইক্লিংপ্রেমী এতে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।
স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের তরফে এহেন কর্মসূচির সফলতায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ, তাদের তরফে পার্থপ্রতিম মিত্র জানান "আমরা পূর্ব বর্ধমান সহ সকল জেলার সবাইকে এতে অংশ নিতে উৎসাহ দিচ্ছি, কোনো ছাত্র বা ছাত্রী যদি অংশ নিতে চায়, আমাদের তরফে তার রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ পুরোপুরি বহন করব।" অংশগ্রহণের জন্য নাম নথিভুক্তকরণের শেষ তারিখ ৩০ অক্টোবর । নিবন্ধন ও বিস্তারিত জানতে ভিজিট করুন www.kolkatacyclothon.com





