দীপান্বিতা অমাবস্যায় পূর্ব বর্ধমানের হালারা গ্রামে বিপত্তরিণী মাতার পুজোয় প্রায় ৪০ হাজার ভক্ত সমাগম
Bengal Times News, 20 October 2025
অতনু হাজরা, জামালপুর : দীপান্বিতা অমাবস্যায় শ্যামা মায়ের আরাধনার সাথে রাজ্য বাসী মেতে উঠেছে দীপাবলীর রঙিন উৎসবে। মা শ্যামার আরোধনা চলছে রাজ্য জুড়ে। পূর্ব বর্ধমানের জামালপুরে হালারা গ্রামে অধিষ্ঠাত্রী দেবী মা বিপত্তরিণী। কথিত আছে এই দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোতে গ্রামে কোথাও কালী ঠাকুর নিয়ে আসা হয় না। আলাদা করে কালী পুজো করা হয় না। বিপত্তারিনী মায়ের কাছেই হয় কালী পুজো।
মহা ধুমধামে হয় এই কালী পুজো। ভীষন জাগ্রতা এই মা বিপত্তারিনী দেবী। সকাল থেকে নিয়ম মাফিক মায়ের নিত্য পুজো শুরু হয়। প্রচুর সংখ্যায় মায়ের ভক্তরা আসেন মায়ের পুজো দিতে। দুপুরে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষকে বসিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয়। খিচুড়ি, তরকারি ও পায়েস থাকে মায়ের ভোগে। সকালে এখানে আসেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও সহ সভাপতি ভূতনাথ মালিক। ভূতনাথ বাবু মায়ের কাছে পুজো দেন।
মেহেমুদ খাঁন জানান, এলকার অত্যন্ত জাগ্রত দেবী বিপত্তারিনী মা। কালী পুজো উপলক্ষ্যে প্রচুর মানুষকে মায়ের ভোগ খাওয়ানো হয়। পরে সন্ধ্যায় শুরু হয় কালী পুজো উপলক্ষ্যে মায়ের বিশেষ পুজো। গোটা গ্রামের মানুষ, পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর মানুষ মায়ের মন্দিরে পুজো দিতে উপস্থিত হন। করা হয় বিশেষ হোম যজ্ঞ। এই পুজোর প্রধান পুরোহিত লক্ষী নারায়ন চক্রবর্তী ও তাঁর দুই সন্তান বিশ্বজিৎ চক্রবর্তী ও রনজিত চক্রবর্তী তাঁরা জানান, আজ সন্ধ্যায় মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। প্রচুর ভক্ত সমাগম হয়। মা সবাইয়ের মনোবাঞ্ছা পূরণ করেন, মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সকলের উপর।



