মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে রক্তদান শিবির
Bengal Times News, 25 August 2025
বেঙ্গল টাইমস নিউজ, কীর্ণাহার : মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে রক্তদান শিবির আয়োজিত হলো বীরভূমে। জেলার কীর্ণাহার স্পন্দন ফাউন্ডেশনের সদস্য প্রমিত রাই ও শিখা রাই তাদের কন্যা অত্রীসা'র শুভ অন্নপ্রাশন উপলক্ষে তাদের ইচ্ছেতে ২৫ আগস্ট একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরটি কীর্ণাহারে একটি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা রক্তদান করেন। এছাড়াও রক্তদান করেন অত্রীসা'র মামা অনুপ কর্মকার, কাকা বাপ্পাদিত্য রায়।
রক্ত দাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেয়া হয়। উল্লেখ্য স্পন্দন ফাউন্ডেশনের সম্পাদক রানা দাস এদিন ৩৫ তম রক্তদান করে। অনেকেই এই অন্নপ্রাশনের রক্তদান শিবিরে প্রথম রক্তদান করেন।
স্পন্দন ফাউন্ডেশনের সম্পাদক রানা দাস জানান, সব মিলিয়ে এদিন মোট ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি বলেন, সব রকম অনুষ্ঠানেই রক্তদান শিবির করা যায়। আর পাঁচটা সামাজিক অনুষ্ঠানের সঙ্গে রক্তদানকে জুড়ে দিতে পারলে বহু মানুষের জীবন বাঁচবে।
সকলে এগিয়ে আসুন, রক্তদান শিবির করুন, স্বেচ্ছায় রক্তদান করুন।