BJP leader returns to TMC
তৃণমূলে ফিরলেন বিজেপি নেতা
Bengal Times News, 23 August 2025
শুভদীপ ঋজু মন্ডল, বাঁকুড়া : কলকাতায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভাপতি সুব্রত বক্সীদের উপস্থিতিতে তৃণমূলের বাঁকুড়া জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নাটকীয় মোড় জেলার জঙ্গল মহলে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে 'দাদার অনুগামী' হিসেবে মেদিনীপুরে অমিত শাহের সভায় গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখানো এক সময়ের 'খাতড়ার দাপুটে তৃণমূল নেতা' জয়ন্ত মিত্র ফের ফিরলেন নিজের পূরানো দল তৃণমূল কংগ্রেসে। শনিবার সকালে তালডাংরায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি মালা পরিয়ে ফের তৃণমূলে স্বাগত জানান বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় জেলা তৃণমূলের চেয়ারপার্সন অলকা সেন মজুমদার, প্রাক্তন জেলা সভাপতি দিব্যেন্দু সিংহমহাপাত্র সহ অন্যান্যরা।
এদিন ফের তৃণমূলে যোগ দিয়ে জয়ন্ত মিত্র বলেন, ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিলাম। অবশেষে শীর্ষ নেতৃত্বের অনুমতিতে ঘরে ফেরা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তৃণমূলেই থাকবেন বলে জানান।
জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই জয়ন্ত মিত্রকে দলে নেওয়া হলো। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, জয়ন্ত মিত্র তৃণমূলে ফিরলেন ওটা কোন খবর নয়। আর এতে তাঁদের দলের কিছুই যায় আসেনা বলে তিনি দাবি করেন। জয়ন্ত মিত্রকে সাথে নিয়ে তারাশঙ্কর রায় দাবি করে বলেন আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলায় ছটি বিধানসভা নির্বাচনে ছটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জয়ন্ত মিত্র তার প্রতিক্রিয়ায় বলেন তৃণমূলে ছিলাম তৃণমূলে ফিরে এলাম ঘরের ছেলে ঘরে ফিরে এলে এরকম আনন্দ হয় আবারও সেই রকম আনন্দ হচ্ছে। খুব শীঘ্রই আমার সাথে আরও অনেক নেতৃত্ব তৃণমূলে যোগ দেবেন। এবার রানিবাঁধ বিধানসভায় ১৫ হাজারেরও বেশি ভোটে লিড দেব বলে দাবি করেন তিনি।