রাত পোহালেই রাজ্যে নতুন উদ্যোগ : "আমাদের পাড়া আমাদের সমাধান"
Bengal Times News, 1 August 2025
জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : রাত পোহালেই শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক পশ্চিমবঙ্গ সরকারের এক নতুন কর্মসূচি। আর এই উদ্যোগ বাস্তবায়নে গ্রাম পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনে সাজ সাজ রব। ২ আগস্ট থেকে শুরু হয়ে ছুটির দিন বাদে এই কর্মসূচি চলবে ৩ নভেম্বর পর্যন্ত।
ইতিমধ্যেই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে পূর্বস্থলী ১ নং নম্বর ব্লকের হেমাতপুরে প্রস্তুতি বৈঠক করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সুষ্ঠু সুন্দর ভাবে ক্যাম্প যাতে পরিচালিত সেই বিষয়ে আলোচনা করেন। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক সহ অন্যান্যরা। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অনন্য উদ্যোগ আমাদের পাড়া, আমাদের সমাধান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের গাইড লাইনও বলে দিয়েছেন। ৩টি বুথ নিয়ে গঠিত হবে একটি ক্যাম্প। প্রতি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা। পাড়ার ছোট ছোট সমস্যার সমাধান হবে। মোট খরচ ৮,০০০ কোটি টাকা। বীরভূমের সরকারি পরিষেবা প্রদানের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও একবার ঘোষণা করলেন আমাদের পাড়া, আমাদের সমাধান। রাজ্যের প্রায় ৮০ হাজার বুথের মানুষ নিজেদের মতামত জানাবার সুযোগ পাবেন। প্রায় ২৫ হাজার সভা আয়োজিত হবে। পাড়াতে কোনটি বেশি প্রয়োজন তা ঠিক করতে পারবেন সাধারণ মানুষ নিজেই। "দুয়ারে সরকার" কর্মসূচির আওতায় জমা দেওয়া আবেদনগুলি এই ক্যাম্পেও জমা দেওয়া যাবে।
এই কর্মসূচির আওতায় যে সমস্ত কাজ করা যাবে তার মধ্যে রয়েছে - নিকাশি নালা নির্মাণ বা মেরামত, পানীয় জলের জন্য টিউবওয়েল স্থাপন, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, জলের ট্যাঙ্ক স্থাপন, রাস্তায় আলোর ব্যবস্থা, কমিউনিটি টয়লেট নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামত, খেলার মাঠ তৈরি, বাউন্ডারি ওয়াল নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়ের ভবন রং করা, শৌচাগার মেরামত, পুকুর সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা, কমিউনিটি শেড নির্মাণ, বাজার বা বাসস্টপে আলো ও ছাউনি স্থাপন।
এই কর্মসূচির সীমাবদ্ধতা হলো - বড় ধরনের নির্মাণ কাজ, যেমন নতুন স্কুল, আইসিডিএস কেন্দ্র বা সরকারি দপ্তরের ভবন নির্মাণ এই প্রকল্পের আওতায় করা যাবে না। জমি ক্রয় বা ভাড়া নেওয়া নিষিদ্ধ। ব্যবহৃত জমি অবশ্যই সরকারি হতে হবে বা এমন জমি হতে হবে যাতে কোনও আইনি জটিলতা নেই। ব্যক্তিগত মালিকানাধীন বস্তু, যেমন বাইক বা জলের পাম্প প্রদান করা যাবে না। প্রশাসনিক খরচ, অফিস সামগ্রী ক্রয় বা সরকারি কর্মীদের বেতনের জন্য কোনও বরাদ্দ থাকবে না। আদালতে বিচারাধীন বিষয়, প্রশিক্ষণ কর্মশালা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যও কোনও ব্যয় করা যাবে না।