Rashtriya Ashoka Samman
রাষ্ট্রীয় অশোকা সম্মান পেলেন জঙ্গলমহলের শিক্ষক
Bengal Times News, 2 August 2025
শুভদীপ ঋজু মন্ডল, বাঁকুড়া : শিক্ষা ও সমাজের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় অশোকা সম্মান পেলেন জঙ্গলমহলের রাইপুর ব্লকের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায়। ৩১ শে জুলাই দিল্লির অশোক ভবনে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। এই সম্মান পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত সংশ্লিষ্ট বিভাগের কাছে তিনি কৃতজ্ঞতা জানান। বিশ্ব মানব অধিকার কমিশন ভারত সরকারের অনুমোদনে অন্য ২৪ টি উন্নতিশীল (Developing Country) দেশের মত ভারতেও প্রতি বছর সমাজসেবা ও সামাজিক ন্যায়বিচারে বিভিন্ন ভাবে যারা কাজ করে চলেছে তাদের সম্মানিত ও পুরস্কৃত করেন। ভারত সরকার অনুমোদিত (হয় অর্থাৎ ভারত সরকারের পুরস্কারের সমস্ত norms মেনে) ভারত গৌরব রত্ন সম্মান কাউন্সিল এই পুরস্কার দেয় প্রতি বছর ৩১ শে জুলাই দিল্লির অশোক হলে। সব পুরস্কার বিজেতাদের সেমিনারে অংশ নিয়ে তাদের কাজের খতিয়ান পেশ করতে হয়। তার আগে অন লাইনে ইন্টারভিউ করে সেমিনারে অংশগ্রহণ করতে দেওয়া হয়।
উত্তরীয় পরিয়ে দিলেন মুকাংগিরা জ্যাকুইলিন, পোলান্ডের ভারতীয় রাষ্ট্রদূত। শংসাপত্র ও ফলক তুলে দিলেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি। ট্রফি তুলে দিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ভারুচা..উনি WHRPC র Life member & Brand Ambassador. সম্মাননা হাতে পেয়ে কৌশিক বাবু জানালেন আগামী দিনে যে ৯ টি দেশের সাথে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল এর কাজ করার সুযোগ খুলে গেল। সেই ৯ টি দেশের ভারতীয় রাষ্ট্রদূতরা এই অনুষ্ঠানে ইউকে, ইউএসএ, ইরান, উগান্ডা, পোলান্ড, উরুগুয়ে, ভেনিজুয়েলা, শ্রীলঙ্কা এবং রিপাবলিক অফ পালাউ... যে দেশগুলির সাথে আমাদের দেশের মানব অধিকার কমিশন কাজ করে।