New Intercity Memu
পুরুলিয়া-বাঁকুড়া হয়ে হাওড়াগামী মেমু ট্রেনের সূচনা : অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথ প্রশস্ত করবে
Bengal Times News, 29 June 2025
অতনু হাজরা, হাওড়া : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পুরুলিয়া ও বাঁকুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়িত হল। ২৮ জুন ভারতীয় রেলের তরফে সূচনা হল পুরুলিয়া-বাঁকুড়া-বেলিয়াতোড়-পাত্রসায়ের-মসাগ্রাম হয়ে হাওড়াগামী নতুন ইন্টারসিটি মেমু ট্রেনের। এদিন দুপুর ১১ টা ১৫ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব ভার্চুয়াল মাধ্যমে এই নতুন মেমু প্যাসেঞ্জার ট্রেনের শুভ সূচনা করেন। বহু বছর ধরে দাবি ওঠা বাঁকুড়া-দামোদর রেলপথের পূর্ণ বাস্তবায়নের দিকেই এগোলো এই প্রকল্প।
প্রস্তাবিত সময়সূচি ও স্টপেজ :
রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি প্রতিদিন (শনিবার বাদে) ভোর ৪টায় পুরুলিয়া থেকে ছাড়বে। ৪:৫০-এ আদ্রা, ৬টায় বাঁকুড়া, এবং ৯:৪৫-এ মসাগ্রাম হয়ে ১১:৪০-এ হাওড়ায় পৌঁছাবে। ফেরার পথে হাওড়া থেকে ছাড়বে বিকেল ৪:১৫ মিনিটে এবং রাত ১১:৫৫ নাগাদ পুরুলিয়ায় পৌঁছাবে।
পুরুলিয়া থেকে বাঁকুড়ার মধ্যে ট্রেনটি থামবে আনারা, আদ্রা, ঝাঁটিপাহাড়ি ও ছাতনাতে। তবে বাঁকুড়া থেকে মসাগ্রাম পর্যন্ত সব স্টপেজে থামবে। পূর্ব রেল সূত্রে জানা যায়, মসাগ্রাম থেকে হাওড়ার মধ্যে মোট ১২টি স্টেশনে ট্রেনটি থামবে।
হাওড়া থেকে এই ট্রেন চলবে সপ্তাহে ৬ দিন (শুধু শুক্রবার বন্ধ), এবং পুরুলিয়া থেকে চলবে শনিবার বাদে বাকি প্রতিদিন।
পরিবর্তন আসছে লোকাল ট্রেনেও :
এই এক্সপ্রেস ট্রেন চালুর প্রেক্ষিতে পরিবর্তন আসছে ৬৮১০৩ মসাগ্রাম-বাঁকুড়া লোকাল ট্রেনের সময়েও। আগে যা ভোর ৪টায় ছাড়তো, এবার তা ছাড়বে সকাল ৫টায়।
এলাকার মানুষের প্রতিক্রিয়া :
নতুন এই রেল পরিষেবা চালু হওয়ায় বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বাসিন্দাদের যাতায়াতের পথে সময় ও দূরত্ব দুই-ই কমবে। তবে কিছু সংগঠন যেমন বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতি সময় নির্ধারণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।
তবুও সার্বিকভাবে এই নতুন ট্রেন যোগাযোগ ব্যবস্থা দুই জেলার সাধারণ মানুষের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ, যা আগামী দিনে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।