জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত আরও ৩
Bengal Times News, 21 June 2025
বেঙ্গল টাইমস নিউজ, জামালপুর : জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আশঙ্কাজনক আরও ৩, পূর্ব বর্ধমানের জামালপুরের মুসুন্ডা এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের ঘটনা। দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রন হারিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কা। দুর্ঘটনা তীব্রতা এতটাই ছিল যে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুছড়ে যায়। জানা গেছে, রোগী নামিয়ে কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তারা। হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে অ্যাম্বূলেন্সটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সের গাড়ির চালক সহ মোট ৩ জনের এবং ঐ গাড়িতে থাকা আরও ৩ জন গুরুতর জখম। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌছায় জামালপুর থানার আঝাপুর ক্যাম্পের পুলিশ। পুলিশ ও স্থানীয় মানুষজন জখম ৩ জনকে উদ্ধার করে একজনকে দুর্গাপুর ও বাকি দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনার পর দাঁড়িয়ে থাকা লরিটি পালিয়ে যায়।