বন্যা পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী মলয় ঘটক
Bengal Times News, 21 June 2025
সৌমী মন্ডল, বাঁকুড়া : আজ শনিবার বাঁকুড়ায় বন্যা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও পরিদর্শন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ বাঁকুড়ায় এসেছেন মন্ত্রী মলয় ঘটক তিনি আজ সকালে জেলার তালডাংরা বিধানসভার পাঁচমুড়া হাইস্কুলে হাজির হন সেখানে বন্যা দুর্গত এলাকার মানুষজনকে ত্রাণ শিবিরে রাখা হয়েছিল সেই ত্রাণ শিবিরে হাজির হয়ে উপভোক্তাদের পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ সামগ্রী তুলে দেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মন্ত্রীমলয় হঠাৎ এর সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়া সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া জেলা শাসক শিয়াদ এন, বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়, তালড্যাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু, তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গনেশ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেখানে ৬০০ জন দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে উল্লেখ্য এবারের অকাল বর্ষণে তালডাংরা বিধানসভার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বেশি। এলাকার বিভিন্ন গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট ভেঙ্গে পড়েছে। বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। শিবিরে মন্ত্রী জোৎস্না মান্ডি সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে যাদের মাটির বাড়ি জল ঢুকে গিয়েছিল তারা যেন কয়েক দিন সতর্ক থাকেন। মন্ত্রী মলয় ঘটক উপস্থিত সকলের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী কর্মসূচি গুলির কথা তুলে ধরেন। পরে তিনি উপস্থিত সকলকে নিয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের উপর শিমলাপালের নিকট শিলাবতী নদীর কজওয়ে পরিদর্শন করেন। খুব শীঘ্রই এখানে ওভারব্রিজ তৈরি হবে বলে জানালেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ।