Felicitation of Rank Holders
পশ্চিমবঙ্গ ও সর্বভারতীয় বোর্ডের রাজ্যের মেধা তালিকাভুক্ত ১৭ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা বর্ধমানে
https://www.facebook.com/share/v/1Gcr9LeToF/
Bengal Times News, 24 May 2025
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : সেবামূলক বিভিন্ন কাজের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে উন্নয়নেও নিরলস ভাবে কাজ করে চলেছে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের। ২৪ মে অ্যাসোসিয়েশনের তরফে পূর্ব বর্ধমান জেলার ১৭ জন কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধিত করা হয়। যারা পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজ্যের মেধা তালিকায় স্থান পেয়েছে। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা খাদ্য নিয়ামক মিঠুন দাস, বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রিন্সিপাল ফাদার মারিয়া জোসেফ এবং বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক।
সম্বর্ধনা অনুষ্ঠানের শুরুতে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক স্বাগত ভাষণে একঝলকে সংগঠনের সেবামূলক কাজের বিষয়গুলো তুলে ধরেন। এদিন সম্বর্ধনা পর্বে অতিথিরা কৃতি ছাত্র ছাত্রীদের হাতে পুষ্পস্তবক, মানপত্র, ল্যাপটপ এবং একটি স্কুল ব্যাগ তুলে দিয়ে সম্মানিত করেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থানাধিকারি বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল এদিন অনুপস্থিত থাকায় তার হয়ে সম্বর্ধনা গ্রহণ করেন তারই ঠাকুরমা। একই সঙ্গে সংগঠনের নেতৃত্ব কৃতি ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে জলযোগের প্যাকেট তুলে দিয়ে আপ্যায়িত করেন।
এদিনের সম্বর্ধনা অনুষ্ঠান থেকে কামারহাটি হাই স্কুলের উন্নয়নে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মালেক জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বসার জন্য কিছু বেঞ্চ দেবার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সংগঠনের নেতৃত্ব গোটা বিষয়টি খতিয়ে দেখে দু'লক্ষ টাকা মঞ্জুর করেন, সেই টাকার চেক আজ তুলে দেওয়া হলো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঞ্চন সোম।
অনুষ্ঠানে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের নেতৃত্বের মধ্যে ছিলেন জন্মেঞ্জয় খাঁ, বংশী শাম, মনীষ খান্ডেলওয়াল, কিরণ শঙ্কর মন্ডল, কামালউদ্দিন মন্ডল, হীরেন পাঁজা, পলাশ সাহানা সহ অন্যান্যরা।