সাংবাদিক সংগঠন আইজেএ এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
Bengal Times News, 27 May 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : সাংবাদিক সংগঠন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই স্বাস্থ্য শিবির আয়োজনে সহযোগিতা করে বর্ধমান অ্যাপেলো হাসপাতাল। সাংবাদিকদের পাশাপাশি এলাকার শ্রমজীবী মানুষদেরও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।
২৭ মে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল, অ্যাপেলো হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ঐশি ঘোষ দস্তিদার, আইজেএ এর কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায় সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সাধারণ সম্পাদক অরূপ লাহা স্বাগত ভাষণ দেন। তিনি বলেন, ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখা সারা বছরই নানা সামাজিক কাজ করে থাকে। প্রতি বছরের মতো এবারও স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি স্বপন মুখার্জী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক।
জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল স্বাস্থ্য শিবির পরিদর্শন করে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্ধমানে সাংবাদিক সংগঠন ইণ্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সারা বছর সাংবাদিক স্বার্থে ও জনসেবামূলক নানা কর্মসূচি নিয়ে এগিয়ে চলে। তিনি সংগঠনের ভূয়ষী প্রশংসা করেন।
এদিন বর্ধমান অ্যাপেলো হাসপাতালের সহযোগিতায় আয়োজিত স্বাস্থ্য শিবিরে প্রায় ১০০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। স্বাস্থ্য শিবির সফল করে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন, বর্ধমান অ্যাপোলো হাসপাতালের পিআরও সুমন দাস, আইজেএ'র রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, জেলা কমিটির সদস্য পার্থ চৌধুরী, সোমনাথ ভট্টাচার্য, অভিজিৎ সাহা সহ অন্যান্যরা।