সিমলাপালের গ্রামে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
Bengal Times News, 22 May 2025
সৌমী মন্ডল, বাঁকুড়া : সিমলাপাল থানা এলাকার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের বাঁশি গ্রামে স্ত্রীকে বাড়ির পিছনে নালায় ঢুকিয়ে শ্বাসরোধ করে খুন করে স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন। মৃতার নাম সাবিত্রী গরাই (৫৫)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। স্ত্রীকে খুনের পর স্বামী নিজেই সিমলাপাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে।
মৃতার পারিবারিক সূত্রে জানা য়ায়, অভিযুক্ত, পেশায় কৃষক সাধন গরাইয়ের সঙ্গে তার স্ত্রী সাবিত্রী গরাইয়ের প্রায়শই ঝামেলা হত। গত কয়েক মাস সেই সবও বন্ধ ছিল। এরই মাঝে বুধবার রাতে সাধন গরাই স্ত্রী সাবিত্রীকে বাড়ির পিছনে নালায় ঢুকিয়ে খুন করে সিমলাপাল থানায় আত্মসমর্পণ করেন। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযুক্তের ছেলে শ্রীজীব গরাইয়ের দাবি, সম্পূর্ণ বিষয়টি তার অজান্তেই হয়েছে। স্থানীয় এক সিভিক ভল্যান্টিয়ারের কাছ থেকে ফোনে তিনি বিষয়টি প্রথম জানতে পারেন। তবে ওই ঘটনায় যুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ।
খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক যাদব বলেন, ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্ত সাধন গরাইকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাচাতোড়া এলাকায়।