স্বজন এর উদ্যোগে কবিগুরুর জন্মদিন পালনে বই প্রকাশ ও বিশেষ সম্মাননা প্রদান
Bengal Times News, 11 May 2025
লুতুব আলি, কলকাতা : যুদ্ধের আবহে কলকাতায় পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। অনুষ্ঠানের আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। অনুষ্ঠানের নান্দনিক ঘোষণায় সকলকে স্বাগত জানান স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু। অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত সকলকে স্মারক, দুধ, কলা, আম ও আমসত্ত্ব দিয়ে বরণ করা হয়।
এই অনুষ্ঠানে আহ্বান জানানো হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের পাশে সকলকে পাশে থাকতে হবে। চন্দ্রনাথ বসু বলেন, মহান ভারতবর্ষের ঐতিহ্যের প্রতি আমরা দায়বদ্ধ। ভারত যুদ্ধ চায়না। কেউ হিংসা ও যুদ্ধ করতে এলে ভারত ছেড়ে কথা বলবে না। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট কবি নমিতা চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কবি রমলা মুখার্জী, অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল চক্রবর্তী, চেয়ারম্যান তৃপ্তি কুন্ডু রায়, বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী, ডা: সিরাজুল ইসলাম ঢালী, ডঃ সমীর শীল, ডঃ সমরেন্দ্রনাথ ঘোষ, ডঃ অনির্বাণ কুন্ডু, তমা কর্মকার, সুমিতা পয়রা। এদিনের অনুষ্ঠানে ১১ বছরের আত্মজা ভট্টাচার্যের লেখা দুর্গা বই প্রকাশিত হয়, ডঃ শিবানী পান্ডের লেখা একলক্ষত বইটিও প্রকাশিত হয়।
অনুষ্ঠানে অভিষিক্তা দে, টুম্পা রায়চৌধুরী, শাহানা হাজরা, দীপক চক্রবর্তী সহ ১০ জনকে বসু প্রকাশন এর পক্ষ থেকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে সোমনাথ চক্রবর্তী, শিব শংকর বক্সী, বিপুল কুমার ঘোষ কবিতা পাঠ করেন, সঙ্গীত পরিবেশন করেন মধুসূদন বাগ, উমা সিনহা, মুকুল চক্রবর্তী, কমলিকা রায় চৌধুরী, জয়ন্তী সরেন, নন্দিনী মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ পাইন, প্রণতি ভট্টাচার্য, পৌলভী মিশ্র, রবীন্দ্রনাথ দাস প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় সুজাতা দে, সংগীতা বসুরায়, প্রীতম রায়, ডাঃ গীতা বিশ্বাস, শিবানী কুন্ডু সাহা-কে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ড. সীমা রায়।