Music workshop
'সাত সুরের সন্ধানে' শীর্ষক সঙ্গীত কর্মশালা
Bengal Times News, 28 April 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : কলকাতা, বর্ধমান ও শান্তিনিকেতনের সঙ্গীত শিল্পী সমন্বয়ে 'সাত সুরের সন্ধানে' শীর্ষক সঙ্গীত কর্মশালা আয়োজিত হয় বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগারের শীততাপ নিয়ন্ত্রিত সভাকক্ষে। ২৭ এপ্রিল এই কর্মশালার আয়োজন করে বর্ধমানের পীরবাহারামের সুরের ধারা সঙ্গীত শিক্ষা নিকেতন। এই কর্মশালায় সঙ্গীত শিক্ষা নিকেতন কর্ণধার মাহাতাবুর রহমান এবং সৈয়দ গুলসীজ শবনম রহমান এর পরিচালনায় রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, আধুনিক ও ছায়াছবি, বাংলা ও প্রাদেশিক লোক সঙ্গীত, লঘু সুরে উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সুরের ধারা সঙ্গীত শিক্ষা নিকেতন এর সৈয়দ গুলসীজ শবনম রহমান জানান, এই কর্মশালার আয়োজনে সর্বোতভাবে সহযোগিতার বাড়িয়ে দিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আধিকারিক তথা সাংস্কৃতিক সংগঠক জয়নাল আবেদীন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী (শান্তিনিকেতন), উত্তর ভারত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও সঙ্গীত গবেষক তথা বর্ধমান বিশ্ববিদ্যালয় এর পদ্মজা নাইডু কলেজ অব মিউজিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ভীষ্মদের চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত সুরকার, গীতিকার ও সঙ্গীত গবেষক তথা আকাশবাণী এবং দূরদর্শন শিল্পী জিয়াউর রহমান, বিশিষ্ট সঙ্গীত আয়োজক ও যন্ত্র সঙ্গীতশিল্পী কবীর আহমেদ, বর্ধমান ও কলকাতায় প্রশিক্ষণপ্রাপ্ত বাচিকশিল্পী নাজমূল হক।
অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী চন্দন দে, তবলা সঙ্গতে ছিলেন পণ্ডিত সমীর কুমার অধিকারী।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে যমুনা চ্যাটার্জী ও শুক্লা গঙ্গোপাধ্যায় বলেন এই কর্মশালা থেকে অনেকটাই সমৃদ্ধ হলাম। সুরের ধারা সঙ্গীত শিক্ষা নিকেতন এর পরিচালকদের ধন্যবাদ জানাই।