Journalists Pension
সাংবাদিকদের পেনশন মাসে ২০ হাজার টাকা
Bengal Times News, 29 March 2025
বেঙ্গল টাইমস নিউজ, নতুন দিল্লি : ভারতে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের সব থেকে বেশি টাকা পেনশন মঞ্জুর হয়েছে ছত্তিশগড়ে। এই রাজ্যে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা ২০ হাজার টাকা করে পেনশন পাবেন। ছত্তিশগড় সরকার আগে সাংবাদিকদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন প্রদান করতো। এবার সেই অঙ্ক ২০ হাজারে পৌঁছেছে। ইণ্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সভাপতি বিনোদ কুমার কোহলি জানান, পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য ছত্তিশগড় সরকারকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য গত ২৪ মার্চ দিল্লির বঙ্গ ভবনে ইণ্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়। আইজেইউ'র সভাপতি বিনোদ কুমার কোহলি এই সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সুরেশ আকোরি, আইজেইউ'র সাধারণ সম্পাদক এস সাবানায়কন এবং বিভিন্ন রাজ্য থেকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সেই বৈঠকের পরে বিভিন্ন রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা প্রসঙ্গে আইজেইউ'র সভাপতি বিনোদ কুমার কোহলি ছত্তিশগড়ে সাংবাদিকদের পেনশনের বিষয়টি তুলে ধরেন।