SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

অরিত্র প্রকাশনী ও কবিতা কুটির সাহিত্য পত্রিকার আয়োজনে বর্ণময় অনুষ্ঠান


 

অরিত্র প্রকাশনী ও কবিতা কুটির সাহিত্য পত্রিকার আয়োজনে বর্ণময় অনুষ্ঠান


Lutub Ali 
Bengal Times News, 19 February 2025

লুতুব আলি, কলকাতা : কলকাতা কলেজ স্ট্রিট বই পাড়ার অরিত্র প্রকাশনী ও কবিতা কুটির সাহিত্য পত্রিকা আয়োজন করেছিল বইমেলা সংখ্যা প্রকাশ ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান। ১৬ ফেব্রুয়ারি শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে এই বর্ণময় অনুষ্ঠানটির নান্দনিক সূচনা পর্বে স্বাগত ভাষণ দেন পবিত্র প্রকাশনীর কর্ণধার অতনু নন্দী। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভ্যর্থনা জানান কবিতা কুটির সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদিকা টুম্পা নন্দী ও সুপর্ণা সেন। অতনু নন্দী বলেন, অরিত্র প্রকাশনী ও কবিতা কুটির সাহিত্য পত্রিকার আহবানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার সহ অন্যান্য জেলা থেকেও কবি সাহিত্যিক গুণীজনেদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে এক অনন্য মাত্রা পায়। 

অনুষ্ঠান মঞ্চ থেকে কবিতা কুটির সাহিত্য পত্রিকার বইমেলার সংখ্যা রূপরেখা প্রকাশিত হয় ও অরিত্র প্রকাশনীর সাহিত্য সংকলন দিশারী প্রকাশিত হয়। এছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে প্রকাশিত হয় ড. ধুর্জুটি সেনগুপ্তর ইংরেজি কাব্যগ্রন্থ উইস্পারিং অফ নেচার, জয়তী মুখার্জীর একক কাব্যগ্রন্থ পদক্ষেপ সহ একাধিক গ্রন্থ প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে একটি বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। বিষয় ছিল: লিটল ম্যাগাজিনে লেখকদের সার্বিক মূল্যায়ন হয় না, পত্রিকাটিও সৌজন্যমূল্য দিয়ে কিনতে হয়। পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণ করেন বিশিষ্ট সাহিত্যিক কথা কবি সদ্যোজাত, বিশিষ্ট কবি ও চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস, বিশিষ্ট কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী প্রমুখ। এই বিতর্ক সভায় বিশিষ্ট কবি সদ্যোজাত বলেন, কবি সাহিত্যিকদের বৃহত্তর পরিসরে তাঁদের আত্মপ্রকাশের একমাত্র মাধ্যম হলো বড় পত্রপত্রিকা ও বাণিজ্যিক পত্র পত্রিকা। তিনি অভিযোগ করেন অনেক লিটিল ম্যাগাজিন তাঁর লেখা নিয়ে এক সময় ছাপাননি সর্বোপরি প্রাপ্তি স্বীকার পর্যন্ত করেননি। লিটল ম্যাগাজিনের এই সমস্ত সম্পাদকদের কাছে আমার অমনোনীত লেখাগুলি বাণিজ্যিক পত্র-পত্রিকায় অনায়াসেই প্রকাশিত হয়। বিশিষ্ট কবি ও চিত্র পরিচালক এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক নির্মাল্য বিশ্বাস এবং বরুণ চক্রবর্তী বিশিষ্ট কবি সদ্যোজাত এর বক্তব্য এবং অভিযোগগুলি খণ্ডন করে বলেন, অনেক বিশ্ববন্দিত লেখক লেখিকাদের উত্থান হয়েছে লিটল ম্যাগাজিন থেকেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শতরূপা দাস চৌধুরী, শফিক বিশ্বাস, সাদিয়া আফরিন বলেন, অরিত্র প্রকাশনীর এই বর্ণময় অনুষ্ঠান আমাদের প্রাণিত করেছে। 

এদিনের অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়। সম্মাননা জ্ঞাপন পর্বে অরিত্র প্রকাশনীর পক্ষ থেকে নির্বাচিত কবিদের প্রদান করা হয় কবি অরুণ কুমার চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার ও কবিতা কুটির সাহিত্য পত্রিকা থেকে প্রদান করা হয় মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি সাহিত্য পুরস্কার। কবিতা কুটির সাহিত্য পত্রিকা থেকে উপস্থিত ছিলেন সৌমিত্র দাস, সুপর্ণা সেন, টুম্পা নন্দী, পিংকি বিশ্বাস, তাপসী চক্রবর্তী, স্নিগ্ধা ঘোষ, স্নিগ্ধা মজুমদার, প্রমিস চৌধুরী, বিমল ধারা, রবি শংকর পাল, অরবিন্দ ঘোষ, অনির্বাণ দাস, তাপস প্রামাণিক, দেবাঙ্গনা ব্যানার্জী, অভিরূপ শর্মা চৌধুরী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad