দেশকে শক্তিশালী করতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আরএসএস প্রধান মোহন ভাগবত
Bengal Times News, 16 February 2025
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : দেশকে শক্তিশালী করতে হিন্দু সমাজকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। রবিবার শহর বর্ধমানের অদূরে সিউড়ি রোডের ধারে তালিত এলাকার সাই কমপ্লেক্সের মাঠে সংগঠনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতবর্ষ প্রাচীন দেশ। বিবিধের মধ্যে একতাই ভারতের বৈশিষ্ট্য। হিন্দু সমাজ এবং ভারতবর্ষ এক রূপ। হিন্দু সমাজ ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্যকে ধরে রাখতে সারাদেশে বিবিধতাকে এক সূত্রের মধ্যে নিয়ে চলার চেষ্টা চালাচ্ছে।
আর এস এস প্রধান মোহন ভাগবত আরও বলেন প্রাচীন কাল থেকেই ভারতবর্ষ সেরা দেশ। বার বার এই দেশে বিদেশি আক্রমণ হয়েছে। দেশের ভাগ্য পরিবর্তনের জন্য সমাজকে তৈরি হতে হবে। নানান সমস্যা আছে। সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। একতা বজায় রাখতে দেশমাতার জন্য কাজ করতে হবে। ভোগ নয়, এর জন্য প্রয়োজন সংযম। শতবর্ষ পূর্ণ করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। সমাজের স্থিতি বজায় রাখতে সঙ্ঘ কাজ করে চলছে। দেশের আরও বিকাশে তিনি সঙ্ঘের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।