SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Deputation in Bangladesh High Commission বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন দিল অখিল ভারত হিন্দু মহাসভা


 


Deputation in Bangladesh High Commission


বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন দিল অখিল ভারত হিন্দু মহাসভা 




Bengal Times News, 3 December 2024

বেঙ্গল টাইমস নিউজ, কলকাতা : বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতিতে জিহাদী সন্ত্রাসবাদীদের দ্বারা সংখ্যালঘু হিন্দু এবং মডারেট মুসলমানদের উপর বর্বরোচিত আক্রমণ এবং ভারতের পতাকাকে পদদলিত করার জন্য উষ্মা প্রকাশ করলো অখিল ভারত হিন্দু মহাসভা। আজ সংগঠনের রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন দিল অখিল ভারত হিন্দু মহাসভা। ডেপুটেশন দিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলো ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধিমন্ডল। 

ইতিপূর্বেই বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার, তাঁর আইনজীবী রমেন রায়ের ওপর প্রাণঘাতী আক্রমণ, এমনকি নারী ও শিশুরাও মৌলবাদীদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন। ফলে ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশীদেরকে সামাজিক ভাবে বয়কট করার পদক্ষেপ অখিল ভারত হিন্দু মহাসভাই সর্বপ্রথম গ্রহণ করেছে। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আমরা একবারও বলছিনা যে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলমান ধর্মাবলম্বীরা খারাপ বা সন্ত্রাসবাদী। কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের নারকীয় গণহত্যা এবং ভারতীয় পতাকাকে পদদলিত করার পাপ যারা করছে তারা ইসলামিক মৌলবাদীদের ইন্ধনেই মদতপুষ্ট। তারা বিস্মৃত হয়েছে যে পৃথিবীর মানচিত্রে আজ স্বাধীন বাংলাদেশ বলে যে রাষ্ট্রের অস্তিত্ব রয়েছে সেটি ভারতীয় জওয়ানদের আত্মবলিদানের ফলেই প্রতিষ্ঠা পেয়েছে। বাংলাদেশের পতাকার উদীয়মান সূর্যের লাল রঙ এত গাঢ় ওই ভারতীয় জওয়ানদের চাপ চাপ রক্তের বিনিময়েই।

 তাই নিজের ও পরিজনের প্রাণ বাঁচাতে ভারতে আসা বাংলাদেশী মুসলমানরা সন্ত্রাসী জিহাদীদের পক্ষে নাকি তারা ধর্মনিরপেক্ষ মডারেট মুসলমানদের পক্ষে সেটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যাচাই করার দায়িত্ব ভারতীয়রা নিয়ে রাখেনি। যতদিন না বাংলাদেশ ভারতের পতাকা মাথায় নিয়ে পারস্পরিক সম্মান দেখাচ্ছে এবং সরকারিভাবে ওদের দেশের নরপিশাচদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে ততদিন চিকিৎসা করতে আসা বাংলাদেশীদেরকে যাতে কোন হোটেল বা ঘর ভাড়া না দেওয়া হয়, যাতে কোন হোটেলে খাওয়ার খেতে না দেওয়া হয় এবং কোন দোকানে বাংলাদেশীদের কাছে যাতে কোন জিনিসও না বিক্রি করা হয় সেই বিষয়ে হিন্দু মহা সভা প্রচার চালাবে। হিন্দু মহাসভার রাজ্য কমিটির আইনি উপদেষ্টা অ্যাডভোকেট দীনেশ পানি বাংলাদেশে আইন ব্যবস্থার অবনতি এবং হিন্দু ও মডারেট মুসলমান আইনজীবীদের উপর আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তাতে অখিল ভারত হিন্দু মহাসভা আগামী দিনে আন্তর্জাতিক আদালতে উপস্থিত হয়ে বাংলাদেশের অত্যাচারী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবে। বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিধানসভায় কেন্দ্রসরকরকে প্রয়োজনে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর যে বলিষ্ঠ প্রস্তাব দিয়েছেন তারও ভুয়সী প্রশংসা করেছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী। আজ হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটেশন দেওয়ার প্রতিনিধি মণ্ডলে রাজ্য সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও আইনি উপদেষ্টা দীনেশ পানি, সমাজসেবী অনামিকা মন্ডল এবং অতনু বসু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad