ফের কুমির আতঙ্ক ছড়ালো চৈতন্যভূমি প্রাচীনমায়াপুরে গঙ্গার বিভিন্ন ঘাটে
Bengal Times News, 13 December 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনী সহ গঙ্গার কয়েকটি ঘাটে দেখা মেলে কুমির। ঘটনা জানাজানি হতেই নবদ্বীপ জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়ে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গঙ্গায় স্নান করতে ভয় পাচ্ছেন তীর্থভূমিতে আসা অসংখ্য পূর্নার্থী। অপরদিকে শুক্রবার সকালে বনদপ্তরকে খবর দেওয়া হলে দুপুরের পর দুই কর্মী প্রতিটি ঘাটে এসে সন্ধান চালাতে শুরু করেন। উল্লেখ্য এর আগে চলতি বছরের ৩০ আগস্ট রানীরচরা জজঘাটের কাছে এবং রানীরঘাটের মাঝামাঝি জায়গায় স্থানীয় দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে একটি কুমির দেখতে পান।
এরপর গত ৩ সেপ্টেম্বর মহিশুরা পঞ্চায়েতের মাঝেরচরা গ্রামে ভাগীরথী নদীতে আবারও একটি কুমির দেখা যায়। সেক্ষেত্রে খবর পেয়ে কৃষ্ণনগর থেকে বন দপ্তরের কর্মীরা এসে খানা তল্লাশি শুরু করেছিলেন। যদিও সেসময় কুমিরটির কোনও সন্ধান পাওয়া যায়নি।