রাজ্য পর্যায়ের পুরুষ ও মহিলা সিনিয়রদের কাবাডি চ্যাম্পিয়নশিপ হবে বর্ধমানে
Bengal Times News, 1 December 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাজ্য পর্যায়ের পুরুষ এবং মহিলা সিনিয়রদের কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বর্ধমানে। আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর বর্ধমান শহরে কাবাডি মাঠে এই রাজ্য পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই নিয়ে আজ বর্ধমানে একটি প্রস্তুতি সভা হয়।
উপস্থিত ছিলেন বর্ধমান জেলা অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক উত্তম সেনগুপ্ত, গৌরী শঙ্কর ভট্টাচার্য, উজ্জ্বল প্রামাণিক, নেপাল সরকার সহ অন্যান্যরা
মন্ত্রী স্বপন দেবনাথ জানান, প্রায় ২৩ টি জেলার পুরুষ এবং মহিলা দল অংশ নেবে এই প্রতিযোগিতায়।