SCROLL

গুজরাটের আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু # আইনমন্ত্রী মলয় ঘটকের পরিবর্তে তৃণমূলের লিগ্যাল সেলের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

ASFHM অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন

Top Post Ad


 

ASFHM 


অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্মেলন 




Jagannath Bhoumick 
Bengal Times News, 1 December 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : শিক্ষা বহির্ভূত হাজার রকমের কাজ থেকে বিদ্যালয় প্রধানদের অব্যাহতি দিয়ে তাদের একাডেমিক কাজের ফোকাস কে প্রাধান্য দেবার সুযোগ দিতে হবে। প্রধান শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এ্যান্ড হেডমিস্ট্রেস (ASFHM) এর পূর্ব বর্ধমান জেলার পঞ্চম বার্ষিক সাধারণ সভা থেকে এমনই একগুচ্ছ দাবিতে সরব হয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। বর্ধমান শহরের কৃষ্ণপুর হাইস্কুলে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা কমিটির সভাপতি রূপক রায়। 

উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অনির্বাণ দাশগুপ্ত, কার্যনির্বাহী কমিটির সদস্য সৌমেন কোনার, রাজ্য কমিটির কোষাধ্যক্ষ সায়ন্তন দাস, রাজ্য কমিটির সদস্য আজিজুল হক, জেলা কমিটির কোষাধ্যক্ষ সোমনাথ সিনহা সহ শান্তি মুখার্জী, কৃষ্ণেন্দু মল্লিক প্রমুখ।

অধিবেশনের উদ্বোধন হয় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর প্রতিকৃতিতে মাল্যদান ও নৃত্যশিল্পী শিল্পী মিত্র'র সরস্বতী বন্দনা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। এরপর বার্ষিক সাধারণ সভার কাজ শুরু করেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি রূপক রায়। 

তিনি বক্তব্য রাখতে গিয়ে প্রধান শিক্ষকদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেই সঙ্কট নিরসনে সংগঠনের সকল সদস্যকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। 

অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স এ্যান্ড হেডমিস্ট্রেস এর পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ দাশগুপ্ত প্রতিবেদন পেশ করতে গিয়ে প্রধান শিক্ষকদের কাজের ক্ষেত্রে নানান সমস্যা এবং বৈষম্যের কথা উল্লেখ করেন। এবং সংগঠনের মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের কথাও বলেন।

প্রধান শিক্ষকদের চাকরি সংক্রান্ত সাত দফা দাবি তুলে ধরেন। অনির্বাণ বাবু প্রতিবেদন উল্লেখ করেন ROPA -19 এর Pay Matrix সংশোধন করে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের পে Sacle কে সম্মানজনক মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ROPA ৭৪ এর লেকচারার স্কেলের Coresponding বর্তমান ম্যাট্রিক্স এ Scale কে আনতে হবে। Govt School এর প্রধান শিক্ষক শিক্ষিকাদের সমহারে পে স্কেল দিতে হবে। রোপা, 19 এর লেভেল 16 র পরিবর্তে Level 17 এবং Pay Protection দিতে হবে।

বর্তমানে HS School এবং সিনিয়ার মাদ্রাসার প্রধানরা মাত্র ৫০০ টাকার সাম্মানিক পান। এমনকি সহকারি প্রধানরাও ৫০০ টাকা পান। প্রাইমারি স্কুলের HT রাও 400/ সাম্মানিক পান । কিন্তু মাধ্যমিক স্কুল এবং হাই মাদ্রাসার প্রধানরা কোন সাম্মানিক পাননা:- এই বৈষম্য দূর করতে হবে। ৪। অধিকন্ত পূর্বের নিয়মে 200/ AGP, Basic এর সঙ্গে যোগ হতো, বর্তমানে হয় না। এখানেও সেই বৈষম্য। বিদ্যালয় প্রধানদের বেতনের বহুমুখী বঞ্চনা ব্যবস্থার নিরসন চাই।

বাংলার শিক্ষা portal, IOSMS portal এবং NGIPF portal সহ সমস্ত ধরনের স্কলারশিপ সংক্রান্ত পোর্টাল গুলিকে সাইবার নিরাপত্তা সুরক্ষিত করতে হবে ইত্যাদি।

এছাড়াও সুষ্ঠু ভাবে বিদ্যালয় পরিচালনার জন্য এই সভায় তিনি ১৫ দফা দাবি উত্থাপন করেন। আগামী দিনে দাবির সমর্থনে বৃহত্তর আন্দোলনের কথাও বলেন।

এদিনের বার্ষিক সাধারণ সভায় দুশোর বেশি সংখ্যক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। সম্পাদকীয় প্রতিবেদনর উপর আলোচনা করতে গিয়ে দাবি দাওয়া বিষয়ে অনির্বাণ দাশগুপ্তর সঙ্গে সহমত পোষণ করেন। একই সঙ্গে কৃষ্ণপুর হাইস্কুল এই সভার আয়োজনে সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন কোনার কে বিশেষ ভাবে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি রূপক রায়।

Below Post Ad

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.