International Expo.
পশ্চিমবঙ্গের তিন মন্ত্রীর উপস্থিতিতে রাইস মিল মেসিনারীর আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে বর্ধমানে
Bengal Times News, 15 November 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : তিন দিন ব্যাপী রাইস মিল মেসিনারীর আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে পূর্ব বর্ধমানের ইতিহাস প্রসিদ্ধ কাঞ্চননগরে। বর্ধমান জেলা রাইস মিলস্ এ্যাসোসিয়েশন এর পরিচালনায় বিজনেস এ্যাম্পায়ার এক্সিবিশনস বর্ধমানের কাঞ্চননগরস্থিত কঙ্কালেশ্বরী কালীবাড়ী মন্দিরের সামনের ময়দানে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
রাইস মিল মেসিনারীর ২৯তম এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, জেলা খাদ্য নিয়ামক মিঠুন দাস, বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক, বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন এর রাজ্য সম্পাদক মনোজ কুমার ফোগলা, বিজনেস এ্যাম্পায়ার এক্সিবিশনস গ্রুপের সুরিন্দর গুপ্তা সহ অন্যান্যরা।
এই মেগা এক্সিবিশনে ভারত এবং বিদেশী দেশগুলিতে তৈরি হওয়া সর্বশেষ বিশ্বমানের শস্য প্রক্রিয়াকরণের যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলির স্টল বসেছে। যেখানে চাল, গম, ময়দা, ডাল, বীজ এবং খাদ্যশস্য মিলিং মেশিনারি, বাছাই, গুদামজাতকরণ, স্টোরেজ, প্যাকেজিং এর মেশিনারি প্রদর্শিত হচ্ছে। এছাড়াও কেভিএ প্রসেস ট্রান্সফরমারস প্রাইভেট লিমিটেড এর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্রান্সফরমার। কে ই আই এর অত্যাধুনিক ওয়্যার, কেবল। এবং বিভিন্ন কোম্পানির সহযোগী শিল্পের উপর ভারতের প্রিমিয়াম টেকনোলজি ওরিয়েন্টেড স্টল বসেছে। যেখানে রাইস খাদ্য শস্য শিল্পের মেশিনারি প্রদর্শিত হচ্ছে। এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে ৭টি দেশ অংশগ্রহণ করছে।
এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, বিজনেস এ্যাম্পায়ার এক্সিবিশনস গ্রুপের বিবেক গুপ্তা।