Children Festival - Kabi Sammelan
নদীয়ায় বর্ণময় শিশু উৎসব ও কবি সম্মেলন
Lutub Ali
Bengal Times News, 20 November 2024
লুতুব আলি, নদীয়া : নদীয়ার হবিবপুরে অনুষ্ঠিত হলো বর্ণময় শিশু উৎসব ও কবি সম্মেলন। হবিবপুরের প্রত্যন্ত গ্রাম দেবীপুরের গণেশ রেনুকা স্মৃতি ভেলা অঙ্গনে দেবীপুর শিশু উৎসব কমিটির আয়োজনে এই অনুষ্ঠানটি হয়। প্রধান উদ্যোক্তা বিশিষ্ট কবি ও শিক্ষক অর্জুন কুমার ঘোষ সকলকে স্বাগত জানান এবং অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে স্বাগত ভাষণ দেন। তিন দিনব্যাপী এই উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিদের সমাগম ঘটে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন সকলের নজর কেড়েছে। তিনজন শিশু শাহীন বণিক, অসীমা খাতুন ও রোহান গোমেজ রঙিন ফিতে কেটে উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক তুষার কান্তি মুখোপাধ্যায়, সমাজসেবী কাজল চক্রবর্তী, প্রধান উদ্যোক্তা কবি ও শিক্ষক অর্জুন কুমার ঘোষ, জেনারেল অ্যাচিভার এর চেয়ারম্যান মানব মুখোপাধ্যায়, কবি ও সাহিত্যিক সুনীল চক্রবর্তী, সঞ্চালক সুবোধ দেবনাথ, সিস্টার রমলা, মুস্তাক আহমেদ, সঞ্জয় বিশ্বাস, অ্যাডভোকেট চন্দ্র নীল চ্যাটার্জী, চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংবাদিক সুজিত মন্ডল, চিন্ময় দত্ত প্রমুখ। এই উৎসবে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কবি সম্মেলনের সূচনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম, ড. রমাপ্রসাদ রায়, প্রাবন্ধিক শুভেন্দু সুকল, আন্তর্জাতিক লোকসংগীত শিল্পী সত্যরঞ্জন মন্ডল, কবি সাহিত্যিক সুনীল চক্রবর্তী, হরেন্দ্র নাথ গোস্বামী, দেবপ্রসাদ পাল, কবি গৌরাঙ্গ মজুমদার, কবি সৈয়াদা বেগম, সাংবাদিক ও সম্পাদক তপন কুমার দত্ত, সঞ্চালিকা সুপ্রিয়া ঘোষ , শিশু রোগ বিশেষজ্ঞ ডা: অপূর্ব কুমার রায়, কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রকাশ দেবনাথ, লালবাবা শিশু শিক্ষাশ্রমের অনিল দেবনাথ, অঙ্কন শিল্পী বুদ্ধদেব চক্রবর্তী, কবি গৌরাঙ্গকৃষ্ণ দে, কবি দীনেশচন্দ্র হাজারী সহ অন্যান্য গুণীজনেরা। শিশু উৎসব ও কবি সম্মেলনের মুক্তমঞ্চে যেন চাঁদের হাট বসে।
তিন দিন ধরে শিশুদের জন্য অনুষ্ঠিত হয় বিভিন্ন বিষয়ের শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা। উৎসব মঞ্চ থেকে প্রদান করা হয় শিশু দিবসে ১০০০ শিশুর হাতে উপহার। আদর্শ সাহিত্য পত্রিকা সেরা সাহিত্য সম্মান আদর্শ পুরস্কার। আদর্শ সাহিত্য পত্রিকা সম্মাননা, সমাজসেবী সম্মাননা, গণেশ রেনুকা স্মৃতি সম্মাননা, অংশগ্রহণকারী সমস্ত কবিসহ গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় আদর্শ স্মারক সম্মান। এছাড়াও সমস্ত প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের স্মারক ও মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে সমাজের উন্নতিকল্পে, শিশু বিকাশের লক্ষ্যে দেবীপুর শিশু উৎসব কমিটির এই যে মহতী উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। সান্ধ্যকালীন অনুষ্ঠানে শ্রুতি নাটক, সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে তিন দিনের এই মহতী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।