মাজারে চাদর চড়িয়ে ৩২ তম বদর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ
Bengal Times News, 18 November 2024
সৈয়দ আবু জাফর, কালনা : সোমবার সন্ধ্যায় কালনা ১ নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নতুনগ্রামে এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ মাজারে চাদর চড়ানো এবং প্রার্থনা করে ৩২ তম বদর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মন্ত্রী ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, নান্দাই পঞ্চায়েতের প্রধান রাখী হালদার, উপপ্রধান শাহনাজ মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য বদর শব্দের অর্থ পূর্ণিমা। মেলা কমিটির এক সদস্য পিন্টু মল্লিক জানান, তাদের একজন ধর্ম গুরুর নাম অনুসারে এই মেলার নাম হয় বদর মেলা। তিনি আরও বলেন, আজকের দিনেই বদর সাহেবের ইন্তেকাল হয় অর্থাৎ তিনি মারা যান। তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই মেলা। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটি শোভাযাত্রার আয়োজন করা হয়।
সেখানে সকল এলাকাবাসী নত শিরে তাঁকে স্মরণ করেন এবং শোভাযাত্রায় পা মেলান। তিনি বলেন এই মেলায় কলকাতা, বেনারস, আসাম এছাড়াও হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ এখানে আসেন। উভয় ধর্মের মানুষ এই মেলায় আসেন বলে জানান তিনি। আগামী চার দিন এই মেলা চলবে। মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় তার মধ্যে কিছু সামাজিক অনুষ্ঠান যেমন- রক্তদান শিবির এবং দুঃস্থদের মধ্যে বস্ত্রদান করা হবে বলে জানান তিনি। এছাড়াও প্রায় ৬ থেকে ৭ হাজার লোকের খাওয়ার ব্যবস্থাও থাকবে। আজ এখানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন। তিনি বলেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়।