SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Rice Pro Tech Expo.রাইস মিল মেসিনারীর আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমানে



 

 Rice Pro Tech Expo. 


রাইস মিল মেসিনারীর আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমানে




Jagannath Bhoumick 
Bengal Times News, 13 November 2024

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : রাইস মিল মেসিনারীর আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমানে। আগামী ১৫-১৭ নভেম্বর ২০২৪ বর্ধমানের কাঞ্চননগরস্থিত, কঙ্কালেশ্বরী কালীবাড়ী মন্দিরের সামনের ময়দানে এই প্রদর্শনীর আয়োজন ঘিরে সাজ সাজ রব। বিজনেস এ্যাম্পায়ার এক্সিবিশনস্ এর উদ্যোগে এবং বর্ধমান জেলা রাইস মিলস্ এ্যাসোসিয়েশন এর পরিচালনায় রাইস মিল মেসিনারীর ২৯তম আন্তর্জাতিক অনুষ্ঠিত হবে বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ী মাঠে। এক সাংবাদিক সম্মেলনে এখবর জানিয়েছেন বর্ধমান জেলা রাইস মিলস্ এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক। উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সম্পাদক অদ্বৈত খাঁ, মেলা আয়োজকদের তরফে বিবেক গুপ্তা। 


এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ বহু বিশিষ্টজন।

এই মেগা এক্সিবিশনে ভারত এবং বিদেশী দেশগুলিতে তৈরি হওয়া সর্বশেষ বিশ্বমানের শস্য প্রক্রিয়াকরণের যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলি প্রদর্শনী হবে। এই শোতে বহুজাতিক ও জাতীয় শস্য যন্ত্রপাতি উৎপাদনকারী কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শন করবে। যেখানে চাল, গম, ময়দা, ডাল, বীজ এবং খাদ্যশস্য মিলিং মেশিনারি, বাছাই, গুদামজাতকরণ, স্টোরেজ, প্যাকেজিং এবং এর সহযোগী শিল্পের উপর ভারতের প্রিমিয়াম টেকনোলজি ওরিয়েন্টেড প্রদর্শনীর ব্যবস্থা থাকছে।
 সাংবাদিক সম্মেলনে বর্ধমান জেলা রাইস মিলস্ এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, বিগত বছরে এই আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছিল। 


২০২৪ এর এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ২০০ কোটি টাকার ব্যবসা হবে বলে বিজনেস এ্যাম্পায়ার এক্সিবিশনস্ গ্রুপের সুরিন্দর গুপ্তা, তেজিন্দর ভোলা, ভূপেশ গুপ্তা সহ অন্যান্য কর্তাব্যক্তিরা আশাবাদী। আব্দুল মালেক বলেন, রাইস মিল মেশিনারির আধুনিকীকরণের ফলে এই ব্যবসার দিগন্ত অনেকাংশে প্রসারিত হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ রাইস মিলের আধুনিকীকরণ হয়ে গেছে।
 
বিজনেস এ্যাম্পায়ার এক্সিবিশন গ্রুপের বিবেক গুপ্তা জানান, এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে ৭টি দেশ অংশগ্রহণ করছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad