পুলিশের অভিযানে ধরা পড়লো যৌন র্যাকেটের সাথে যুক্ত অপরাধীরা, ম্যানেজার ও হোটেল মালিক সহ গ্রেপ্তার ৫
Bengal Times News, 12 November 2024
বেঙ্গল টাইমস নিউজ, বর্ধমান : জেলা পুলিশের অভিযানে ধরা পড়লো যৌন র্যাকেটের সাথে যুক্ত অপরাধীরা, ম্যানেজার সহ হোটেল মালিক গ্রেপ্তারে চাঞ্চল্য।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি বিশেষ টিম পূর্ব বর্ধমানের গলসির সিমনোরি এলাকাতে একটি হোটেলে অভিযান চালিয়ে বারো জন (১২) মহিলাকে উদ্ধার করেছে। তদন্তে জানা যায়, হোটেলটিতে এই মহিলাদের নিয়ে গোপনে জোরপূর্বক একটি যৌন র্যাকেট চলছিল। হোটেল থেকে বেআইনি কাজে যুক্ত বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। ITPA আইনের আওতায় মামলা দায়ের করে এবং হোটেলের ম্যানেজার, হোটেল মালিক সহ ৫ জনকে এই বেআইনি কাজে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং হোটেলের লাইসেন্স বাতিল প্রক্রিয়াও শুরু করা হয়েছে। এই যৌন র্যাকেটের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খোঁজে তদন্ত চলছে।