Flood situation observation
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ত্রান সামগ্রী দিলেন জেলা পরিষদের সভাধিপতি
Bengal Times News, 18 September 2024
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের বেড়ুগ্রাম, জামালপুর ১ ও জামালপুর ২, জোতশ্রীরাম, জারোগ্রাম প্রভৃতি অঞ্চলে ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি তৎপরতার সঙ্গে সামাল দেবার চেষ্টা করছে ব্লক প্রশাসন। বসে নেই তৃণমূলের নেতারাও। আজ বিকালে জামালপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি জামালপুরে এসে জারোগ্রাম অঞ্চলের সাজামালতলায় প্রাইমারি স্কুলের রিলিফ ক্যাম্পে যান। সেখানে গিয়ে তিনি সকলের সাথে কথা বলেন ও সকলের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন। জেলা পরিষদের পক্ষ থেকে ওই ক্যাম্পে থাকা মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। যার মধ্যে বাচ্চাদের খাবার দুধও ছিল।
তিনি আমাদের জানান জামালপুর ও রায়নায় বন্যা পরিস্থিতি অন্য ব্লকের থেকে একটু খারাপ। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে বন্যা পরিস্থিতি দেখছেন। বর্ধমান জেলা পরিষদ সব সময়ই দুর্গতদের পাশে থাকবে। আজ বিকালে এন ডি আর এফের বোটে চেপে পাইকপাড়ায় দুর্গতদের সাথে দেখা করতে যান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলক কুমার মাঝি। সেখানে তাদের সাথে কথা বলে তাদের ওখানেই রান্না করে খাবারের ব্যবস্থা করে আসেন। এরই সাথে বলে আসেন জল যদি আরো বাড়ে তাহলে তাঁদের রেসকিউ ক্যাম্পে উঠে যেতে হবে। এর পরে তাঁরা মোহনপুর গ্রামে গিয়ে বন্যা পরিস্থিতি দেখেন।
জামালপুরের ইরিগেশন দপ্তরের এস ডি ও নিলাদ্রী দে জানান, সামান্য হলেও জামালপুরে দামোদর নদের জল কমেছে। তাঁর পুরো টিম সব সময় সতর্ক আছে। যেখানেই সামান্যতম খবর পাচ্ছেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ষও এই বন্যা পরিস্থিতিতে সাধারণ দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আজ তিনি স্থানীয় দুই সিভিক ভলেন্টিয়ার কে সঙ্গে নিয়ে দীর্ঘ জলমগ্ন রাস্তা পেরিয়ে ত্রাণ পৌঁছে দেন।