Bengal Times News, 5 September 2024
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী পূর্ব বর্ধমান জেলার স্বপন দেবনাথ। একাডেমিক শিক্ষা শেষ করে নিজেই শিক্ষকতার মহান পেশায় যোগ দেন। এই প্রতিবেদকও তাঁর প্রিয় ছাত্রদের মধ্যে একজন। যদিও কিছু দিন শিক্ষকতার পর রাজনীতির পাশাপাশি ওকালতির পেশায় এসে যথেষ্ট সুনাম অর্জন করেন। ২০০৬ সাল থেকে একটানা বিধানসভা ভোটে বিজয়ী হয়ে আসছেন। বর্তমানে রাজ্যের মন্ত্রী। তাঁর শিক্ষকদের বেশিরভাগ জনই প্রয়াত হয়েছেন। কিন্তু যে দু'এক জন এখনও জীবিত রয়েছেন আজ শিক্ষক দিবসের পুণ্যদিনে তাদের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সম্মান জানান মন্ত্রী স্বপন দেবনাথ।
এদিন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অমিত মল্লিক ও প্রাক্তন অধ্যাপক প্রাণেশ দাস এর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়াও বৃহস্পতিবার শিক্ষক দিবসে তিনি কালনার মধুবন এলাকায় অবর বিদ্যালয় পরিদর্শক ও শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানেও যোগ দেন। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ অন্যান্যরা।