BDO in Potato market inspection
আলুর জোগান ও দাম খতিয়ে দেখতে বাজার পরিদর্শনে বিডিও
Bengal Times News, 26 July 2024
অতনু হাজরা, জামালপুর : প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে যাওয়ার পরেও আলুর দাম উল্লেখযোগ্য কিছু কমেনি। বাজারে আলুর দাম গত কয়েকদিন ধরে উর্ধ্বমুখী । আলুর জোগান কম থাকায় আলুর এই ঊর্ধ্বমুখী বাজার। সরকারি হস্তক্ষেপে বাজারে আলুর জোগান দেওয়ার সর্ব রকমের চেষ্টা চলছে। বাজারে আলুর দোকান কেমন আছে তা সরেজমিনে খতিয়ে দেখতে জামালপুরের সবজির বাজার ও শুঁড়ে কালনার সবজির বাজার পরিদর্শন করলেন জামালপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ সারথী দে ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিতু সিং। তারা দুটি বাজারে গিয়েই প্রতিটি আলু বিক্রেতার সঙ্গে কথা বলেন এবং আলুর দাম কত করে তারা বিক্রি করছেন সে বিষয়েও খোঁজ নেন।
জামালপুরের বিডিও পার্থ সারথী দে বলেন, সরকারি নির্দেশে তিনি এর আগে হিমঘর পরিদর্শন করেছেন। সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। আজ তিনি ও জামালপুর থানার ওসি বেরিয়েছেন বাজার পরিদর্শনে। কারণ আলুর যোগান সঠিক আছে কিনা এবং সঠিক দামে ক্রেতারা আলু পাচ্ছেন কিনা সেটা দেখাই মূলত তাঁদের কাজ। প্রশাসনের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ।