দিল্লি পৌঁছেই বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব বর্ধমান দুর্গাপুর এর সাংসদ কীর্তি আজাদ
Bengal Times News, 25 June 2024
বেঙ্গল টাইমস নিউজ, নিউ দিল্লি : আজ বিকেলে সাংসদ হিসেবে শপথ নেবেন পূর্ব বর্ধমান জেলার দুই সাংসদ আজাদ কীর্তি ঝা এবং ডাঃ শর্মিলা সরকার। সোমবার থেকে শপথ গ্রহণ পর্ব শুরু হয়েছে। আঠারো তম লোকসভা নির্বাচনে বিজয়ী সদস্যদের সকলেই দিল্লি পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেকেই শপথ নিয়েছেন। বাকিরা আজ শপথ নেবেন।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সদস্য আজাদ কীর্তি ঝা সোমবার সকালেই দিল্লি পৌঁছে গিয়েছেন। দিল্লির মাটিতে পা রেখেই বাংলার সঙ্গে বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন আজাদ কীর্তি ঝা। এএনআই এর মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ বলেন, '২০২১ সালের পর থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে যে অন্যায়-অবিচার হয়েছে, তা শেষ হওয়া দরকার। তিনি আরও বলেন, আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে বকেয়া রয়েছে রাজ্যের। তা এবার মেটাতে হবে।'
উল্লেখ্য লোকসভা অধিবেশন শুরু আগেই সংসদ ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন ইন্ডি জোটের প্রতিনিধিরা। সেই সময় আজাদ কীর্তি ঝা বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব হন।