বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে পাট বোঝাই লরিতে বিধ্বংসী আগুন
Bengal Times News, 26 June 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে পাট বোঝাই লরিতে আগুন লেগে কয়েক লক্ষ টাকার পাট পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শ্রীবাস অঙ্গন ঘাট রোড এলাকায়। ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চঞ্চল্য। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, এদিন বিকেলে স্থানীয় পাট ব্যবসায়ী অরুণ সাহার পাট গোডাউন থেকে পাট বোঝাই লরিটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘটে যায় বিপত্তি। ওভার হেড তারের সঙ্গে সংঘর্ষে শর্ট সার্কিট হয়ে লরিতে থাকা পাটের বান্ডিলে আগুন লেগে যায়। আগুন লাগতেই এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে। প্রথমে বালতি বালতি জল এরপর পাইপের সাহায্যে জল দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে বাসিন্দারা। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন সহ দমকল বাহিনীর কর্মীরা। পরে কৃষ্ণনগর থেকে আরও একটি ইঞ্জিন এলেও তার প্রয়োজন পড়েনি। দীর্ঘ প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন পুরোপুরি আয়ত্তে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা। জানা যায়,এদিন বিকেলে স্থানীয় পাট ব্যবসায়ী অমিত সাহা তার নিজের লরিতেই পাট বোঝাই করে কলকাতার মিলে পাঠাচ্ছিলেন, সূত্রের খবর প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের পাট ছিল ওই লরিতে। বিধ্বংসী আগুনের গ্রাসে প্রায় সবটাই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়া যুবক বাসুদেব দেবনাথ জানান, আমি তখন বাড়িতে ভাত খাচ্ছিলাম। সেই সময় মানুষের আর্ত চিৎকারে দুপুরের খাবার ফেলে বাইরে বেরিয়ে এসে দেখি পাট বোঝাই লরিটি দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে অন্যান্যদের নিয়ে ঝাঁপিয়ে পড়ি আগুন নেভাতে। খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর ইঞ্জিন সহ কর্মীরা।