Naka Cheking
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নাকা চেকিং
Bengal Times News, 2 April 2024
সৈয়দ আবু জাফর, নবদ্বীপ : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে গৌরাঙ্গ সেতু রোড ফরেষ্টডাঙ্গা এলাকায় নাকা চেকিং চলে। মঙ্গলবার দুপুরে লোকসভা নির্বাচন উপলক্ষ্যে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড ফরেষ্টডাঙ্গার কাছে নাকা চেকিং চালায় কৃষ্ণনগর পুলিশ। জেলার দুই ট্রাফিক আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই নাকা চেকিং চালিয়ে বেশ কিছু মোটরবাইক ও চার চাকা প্রাইভেট গাড়িকে জরিমানা করেছে।
জানা গেছে, সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালানো, গাড়ির কাগজপত্র সঠিক না থাকার কারণে জরিমানা করা হয়েছে। খবর আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ লেনদেন ও অসাধু কাজকর্ম রুখতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে জোরদার নাকা চেকিং।
এদিন গৌরাঙ্গ সেতু রোড গৌর নগর ও ফরেষ্টডাঙ্গা এলাকায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে নবদ্বীপ বা পূর্ব বর্ধমানগামী বেশকিছু চার চাকা গাড়ি ও বাইক দাঁড় করিয়ে চলে ট্রাফিক পুলিশের তল্লাশি অভিযান।