তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর সমর্থনে অভিষেক এর জনসভায় উপচেপড়া ভিড়
Bengal Times News, 27 April 2024
অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় মানুষের ভিড় উপচে পড়েছে জামালপুরে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার এর সমর্থনে এই জনসভা জামালপুরের সেলিমাবাদ সি বি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকার সহ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান সহ বিধায়ক অলক কুমার মাঝি, মধুসূদন ভট্টাচার্য, খোকন দাস, শম্পা ধারা, সেখ শাহনওয়াজ, তপন চ্যাটার্জী, অপূর্ব চৌধুরী, অভেদানন্দ থান্ডার, মানগোবিন্দ অধিকারী, দেবপ্রসাদ বাগ সহ তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, মহিলা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝি ও অন্যান্য কর্মাধ্যক্ষরা এবং জেলা ও তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক নেতৃত্ব।
শনিবার বিকেল ৩ টে ৫৫ মিনিটে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার থেকে নামার পর তাঁকে স্বাগত জানান, মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে প্রায় এক ঘন্টা বক্তব্য রাখেন। তিনি বলেন মমতার সরকার যতদিন থাকবে ততদিন লক্ষীর ভান্ডার বন্ধ হবে না। এটা আমাদের গ্যারান্টি। তিনি বার বার বিজেপির বিরুদ্ধে তোপ দেগে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, ওরা বলছে মাছ খেলে হিন্দু বিরোধী। ওরা ঠিক করে দেবে আমরা কি খাব, কি জামা কাপড় পড়বো। এদিনের সভায় মহিলাদের উপস্থিতি দেখে আপ্লুত অভিষেক বন্দোপাধ্যায়। বলেন মায়েদের ঢল নেমেছে দেখছি।নারী শক্তির কাছে আমি কৃতজ্ঞ। কথা দিচ্ছি ভোটে জেতার পর জামালপুরে তিনগুন উন্নয়ন হবে। আমরা কথা দিয়ে কথা রাখার পার্টি। ওদের মতো নির্বাচনে আগে ভোট চাইতে আসিনা। এর আগে আপনাদের জন্য লড়াই করতে ৩৪৭৮ কিলোমিটার পথ ঘর বাড়ি পরিবার ছেড়ে ছিলাম। অধিকার ফোরানোর কথা বলেছিলাম। তারপরও ১০০ দিনের কাজের বকেয়া টাকা না পেয়ে আমরাই টাকা মিটিয়ে দিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার কে জনসভার সামনে উপস্থাপিত করে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
শনিবার জামালপুর ব্লকে মেহেমুদ খান, অলক কুমার মাঝি, পূর্ণিমা মালিক, ভূতনাথ মালিক, সাহাবুদ্দিন মন্ডল, বিট্টু মল্লিকদের নেতৃত্বে সি বি গ্রাউন্ডে মানুষের ঢল নেমেছিল। জামালপুর যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুসারী সেটা বুঝিয়ে দিয়েছেন।