SCROLL

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # সুপ্রিম রায়ে যোগ্য শিক্ষকদের আপাতত চাকরি বহাল # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্ম সম্মানে ভূষিত # ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প # একদিনের ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন ভারতীয় দলের মেয়েরা # ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর # পূর্ব বর্ধমানে প্রথম সজল গ্রাম পঞ্চায়েতের স্বীকৃতি পেল জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েত # দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১ # ভূমিকম্পের এ্যালার্ট দেবে "ভূদেব" অ্যাপ, আই আই টি'র বিজ্ঞানীদের বিরাট সাফল্য

Parliamentary Election ১৮তম লোকসভা ভোটের হালহকিকত : এক ক্লিকেই হাতের মুঠোয়


 

Parliamentary Election

১৮তম লোকসভা ভোটের হালহকিকত : এক ক্লিকেই হাতের মুঠোয় 


Abhirup Acharya
Bengal Times News, 16 March 2024

অভিরূপ আচার্য, নতুন দিল্লি : ১৮তম লোকসভা ভোটের দামামা বেজে গেল। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। এবারের লোকসভা ভোট হবে ৭ দফায়। ১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একই সঙ্গে হবে বিধানসভার উপনির্বাচন এবং ৪ রাজ্যের বিধানসভা নিৰ্চবাচন।

১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ হবে ১৯ এপ্রিল (শুক্রবার)। এদিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল (শুক্রবার) ভোট গ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে। তৃতীয় দফায় ৭ মে (মঙ্গলবার) ভোট গ্রহণ হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে। চতুর্থ দফায় ১৩ মে (সোমবার) ভোট গ্রহণ হবে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর এবং রানাঘাট লোকসভা আসনে। পঞ্চম দফায় ২০ মে (সোমবার) ভোট গ্রহণ হবে বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া এবং হাওড়া লোকসভা কেন্দ্রে। ষষ্ঠ দফায় ২৫ মে (শনিবার) ভোট গ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল এবং মেদিনীপুর কেন্দ্রে। সপ্তম দফায় ১ জুন (শনিবার) ভোট গ্রহণ হবে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসত, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, মথুরাপুর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশেও সাত দফায় ভোট হবে।

সাত দফা ভোট গ্রহণের শেষে গণনা হবে ৪ জুন। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানান, এবার মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৮০ লক্ষ। এরমধ্যে ১ কোটি ৮২ লক্ষ নতুন ভোটার রয়েছে। ভোটারদের মধ্যে ৪৯ কোটি ৭০ লক্ষ পুরুষ এবং ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা রয়েছেন। ভোটারদের মধ্যে ৪৮ হাজার ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad