Parliamentary Election
১৮তম লোকসভা ভোটের হালহকিকত : এক ক্লিকেই হাতের মুঠোয়
Bengal Times News, 16 March 2024
অভিরূপ আচার্য, নতুন দিল্লি : ১৮তম লোকসভা ভোটের দামামা বেজে গেল। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। এবারের লোকসভা ভোট হবে ৭ দফায়। ১৯ এপ্রিল থেকে লোকসভা ভোট শুরু হবে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। একই সঙ্গে হবে বিধানসভার উপনির্বাচন এবং ৪ রাজ্যের বিধানসভা নিৰ্চবাচন।
১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ হবে ১৯ এপ্রিল (শুক্রবার)। এদিন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল (শুক্রবার) ভোট গ্রহণ হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে। তৃতীয় দফায় ৭ মে (মঙ্গলবার) ভোট গ্রহণ হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে। চতুর্থ দফায় ১৩ মে (সোমবার) ভোট গ্রহণ হবে বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর এবং রানাঘাট লোকসভা আসনে। পঞ্চম দফায় ২০ মে (সোমবার) ভোট গ্রহণ হবে বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া এবং হাওড়া লোকসভা কেন্দ্রে। ষষ্ঠ দফায় ২৫ মে (শনিবার) ভোট গ্রহণ হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল এবং মেদিনীপুর কেন্দ্রে। সপ্তম দফায় ১ জুন (শনিবার) ভোট গ্রহণ হবে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসত, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, মথুরাপুর এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশেও সাত দফায় ভোট হবে।
সাত দফা ভোট গ্রহণের শেষে গণনা হবে ৪ জুন। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি জানান, এবার মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৮০ লক্ষ। এরমধ্যে ১ কোটি ৮২ লক্ষ নতুন ভোটার রয়েছে। ভোটারদের মধ্যে ৪৯ কোটি ৭০ লক্ষ পুরুষ এবং ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা রয়েছেন। ভোটারদের মধ্যে ৪৮ হাজার ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন।