বর্ধমান-দুর্গাপুর সহ ৪ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বদলের সম্ভাবনার খবরে শোরগোল
Bengal Times News, 14 March 2024
বেঙ্গল টাইমস নিউজ : লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সবার প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছে। কিন্তু সময় এগোতেই চারটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদল হতে পারে বলে খবর ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই অয়নবাংলা নামে একটি পোর্টাল এই বিষয়ে একটি খবরও প্রকাশ করেছে।
ওই পোর্টালের খবরে বলা হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষের পরিবর্তে অজন্তা বিশ্বাস প্রার্থী হতে পারেন। সায়নীকে পাঠানো হতে পারে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। কারণ ওখানে দলীয় কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে — তৃণমূলের নীতি বহিরাগতদের বিরুদ্ধে তাহলে বহিরাগত কীর্তি আজাদ এখানে প্রার্থী কেন ? এনিয়ে এই তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে সূত্রের খবর।
বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে দাঙ্গা লাগাবার অভিযোগ রয়েছে বলে খবর। তাই হাজী নুরুল ইসলামকে প্রার্থী করলে তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধ্বস নামতে পারে বলে ওখানকার দলীয় কর্মীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। তাই ওখানে ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে প্রার্থী করা হতে পারে বলেই জানা গিয়েছে।
বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে তার স্ত্রী সুজাতা খাঁ মন্ডলও নাকি যোগ্য প্রার্থী নয় বলে তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে শোরগোল বেঁধেছে। এখানেও তৃণমূলের প্রার্থী বদল করা হতে পারে বলে তথ্যভিজ্ঞ মহলের ধারণা।
তমলুকে বিজেপি’র হেভিওয়েট প্রার্থী প্রাক্তণ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকেও মানতে নারাজ তমলুকের দলীয় কর্মীরা। তৃণমুলের নিচুতলার কর্মীদের অভিযোগ — দেবাংশু এখানে গোহারা হারতে পারেন বলে তাদের ধারণা। তাই দেবাংশুতে ভরসা রাখতে পারছেন না তারা। তাই এখানেও তৃণমূলের প্রার্থী বদল হতে পারে বলে বিশ্বস্ত সূত্রের খবর। তবে তৃণমূল কংগ্রেসের কেউই এই খবরের সত্যতা বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেন নি।